সহ্যরূপেণ সংস্থিতা(ধারাবাহিক)১
সহ্যরূপেণ সংস্থিতা(ধারাবাহিক)১
১
দূর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজো-সরস্বতী পুজো, বাঙালীর উৎসব ক্যালেন্ডারে উৎসবের আর শেষ নেই, একটা পার হলেই আরও একটা। বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকবে দেশ-দশ আর তাদের উৎসবের প্রাণবন্ত আমেজ। বছর বছর ফিরে ফিরে আসে উৎসব… উদ্বেল উন্মাদনা নিয়ে… নিত্যদিনের কূটকচালি একপাশে সরিয়ে রেখে!
এই উৎসবমুখরতাতেও কিন্তু এক অসহনীয় কুশ্রী
বিরূপ অপ্রীতিকর পরিস্থিতি হোলো প্যান্ডেলে প্রতিমা দেখার ভীড়ে মায়ের কোনো এক কুলাঙ্গার সন্তানের অসহ্য ছোঁয়া বা যৌনতামাখা লোলুপ দৃষ্টি…এই সবই সহ্য করে মেয়েরা! মেয়েদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হয়!................. বিষয়টি নিয়ে অডিও-ভিস্যুয়াল মাধ্যমের ডাকসাইটে অ্যাঙ্কর পারমিতা দত্ত আজ ২৬শে জানুয়ারির সন্ধ্যায় তার চ্যানেলে এক জ্বালাময়ী আলোচনা সভা রেখেছিলো। বা বিতর্ক সভাও বলা যেতে পারে।