STORYMIRROR

Sharmistha Mukherjee

Romance Tragedy

3  

Sharmistha Mukherjee

Romance Tragedy

শরীর সম্ভোগ ( পর্ব ১ )

শরীর সম্ভোগ ( পর্ব ১ )

5 mins
312


সকাল ১০ টা নাগাদ বাড়ির ফোনটা বেজে উঠলো । রিং হয়েই চলেছে । মা বললো,

 " মিনি ফোনটা ধর, আমি স্নান করছি । এই মিনি, কি হোলো, ধর ফোনটা। " মিনি ঘুমোচ্ছিলো, কাজেই বিরক্তি সহকারে ফোনটা ধরে বললো, " হ্যালো !! কে ?? ওওও তুই ? একটু ঘুমোচ্ছিলাম । কি বলবি বল্ ? অপরদিক থেকে খুশি বললো , " এই দিতা জানিস্ , কলেজ থেকে দু - তিন দিনের জন্য একটা North Bengal tour হচ্ছে সামনের মাসে । যাবি তো ? " মিনি বললো, " না রে তোরা যা । " খুশি একটু মজা করে বললো,

 " তোর Prince Charming - ও যাচ্ছে । এবার তো তুই নিশ্চয়ই না করবি না ? " Prince Charming - এর কথা শুনে মিনি লাফিয়ে উঠলো । Prince Charming মানে মিনির স্বপ্নের রাজকুমার দেবরাজ ব্যানার্জী ওরফে রাজ । মিনি বললো, " সত্যি, রাজ ও যাচ্ছে ? তাহলে আমি ও ......কিন্তু আমাকে বাবা - মা ছাড়বে না রে ! " খুশি বললো , 

" চিন্তা করিস না, আমরা সবাই মিলে কাকু - কাকিমাকে বুঝিয়ে ঠিক রাজি করিয়ে নেব । তুই শুধু প্রস্তুত থাক্ যাবার জন্য । Ok , এখন রাখছি । By the way, তুই কলেজে আসবিতো ? আজকে কিন্তু ১২:৩০ এ SM - এর important lecture আছে। " এই বলে ফোনটা রেখে দিলো । 


ঘুরতে যাবার কথা শুনে মিনি তো আল্হাদে আটখানা, তার থেকেও বেশি খুশি রাজ যাচ্ছে শুনে । ওহ! মিনির কথা একটু বলি । 

" মিনি " মানে দেবাদৃতা মুখার্জী । খুবই সুন্দরী, চঞ্চল, প্রাণবন্ত হাসিখুশি স্বভাবের মেয়ে । বাবা - মায়ের একমাত্র সন্তান । ভূগোল অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী । মনে শুধু দুটো স্বপ্ন , এক ভালো ভূগোল লেকচারার হওয়া এবং অন্যটি রাজকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া । 


দেখতে দেখতে কেটে গেল জানুয়ারি মাস । ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে রওনা । বন্ধুদের সাথে নানা পরিকল্পনা করা , প্যাকিং সব শেষ । মিনি মনে মনে ঠিক করে ১৪ ই ফেব্রুয়ারি Valentines Day -তে রাজকে ভালোবাসার কথা জানাবে । 


অবশেষে উপনীত ১২ ই ফেব্রুয়ারি । মিনি আজ খুব excited । সন্ধ্যা ৭:৩৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে উওরবঙ্গ এক্সপ্রেস । পরদিন সকালে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি । সন্ধ্যা ৬ টায় সবাই একসাথে কলেজে একত্রিত হয়ে স্টেশনে যাবে । 


মিনি যথারীতি মা - বাবাকে প্রনাম করে 

 " মা - বাপি আমি আসছি, তোমরা সাবধানে থেকো । কোনো চিন্তা কোরো না, আমি পৌঁছে ফোন করে নেব । " বলতে বলতে ছুটে বেড়িয়ে গেল । 


সবাই গিয়ে পৌঁছালো স্টেশনে । ৭:১৫ মিনিটে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালো । একে একে সবাই নিজেদের জায়গায় বসে পড়লো । রাতে সবাই জেগে গল্প করে কাটাবে ঠিক করলো । প্রথম / দ্বিতীয় / তৃতীয় বর্ষ মিলিয়ে মোট ৩০ জন ছাত্র- ছাত্রী । প্রত্যেকেই খুব উৎসাহিত । 


মিনি হঠাৎ লক্ষ্য করলো তৃতীয় বর্ষের একটা ছেলে অনেকক্ষণ ধরে ওকে দেখছে । খুবই বিশ্রী একটা দৃষ্টিভঙ্গি । যেন মিনিকে নয়, মিনির পোশাকের অন্তরালে শরীরটার দিকেই আকৃষ্ট দৃষ্টি । মিনির একটু অস্বস্তি বোধ হয়, বাধ্য হয়ে খুশিকে সব জানায় । খুশি বলে, 

" ছাড় তো, পাত্তা দিস্ না । তা কি ঠিক করলি বল্ , ১৪ তারিখে রাজকে বলছিস তোর মনের কথা ? " এই নিয়ে দুজনে খুব হাসি - তামাশা করে । রাজ ও মাঝে মাঝে আড়চোখে মিনিকে দেখছে । বেশ বোঝাই যাচ্ছে মনে মনে মিনিকে পছন্দ করে কিন্তু বলতে পারছে না । ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে একবার গিফট -টা দেখে নিল । বোধহয় রাজ ও ঠিক করেছে ১৪ তারিখে মিনিকে propose করবে । যাইহোক সবাই মিলে হৈচৈ করে রাতটা কাটিয়ে দিলো । পরের দিন সকালে সবাই পৌঁছালো N J P. 


সকাল ৮:৩০ নাগাদ সবাই হোটেলে পৌঁছালো। সকলেই খুব ক্লান্ত । SM স্যার বললেন, " Boys and girls তোমরা এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নাও । প্রাতঃরাশ করো, তারপর আশপাশে ঘুরে দেখে নেওয়া যাবে ।" 

সবাই রুমে চলে গেল । 


সকলে একটু বিশ্রাম নিয়ে হোটেলের উঠোনে হাজির । SM স্যার বললেন, " তোমরা নিজেদের মতো চারপাশে ঘুরে দেখতে পারো, কিন্তু বেশি দূরে যেওনা । ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবে । Am I clear ? " সবাই " Yes Sir " বলে বেরিয়ে পড়লো । 


মিনি, খুশি, তিয়াসা, রাজ, নীলাঞ্জন ও সপ্তর্ষি এদের ছয় জনের একটা গাঢ় বন্ধুত্বের গ্রুপ । কলেজেও এই ছয় মূর্তি সবসময় একসাথেই থাকে । ওরা নিজেরাই এক সেদিক ঘুরে হৈ-হুল্লোর করতে থাকে । হঠাৎ মিনি খেয়াল করে তৃতীয় বর্ষের সেই ছেলেটা ( রুদ্র ) দূর থেকে ওকে লক্ষ্য করছে । খুব অস্বস্তিকর লাগছিল মিনির । কিছুটা গিয়ে মিনি থমকে দাঁড়িয়ে পড়ে । সবাই অনেকটা এগিয়ে গিয়ে দ্যাখে মিনি পিছনে একা দাঁড়িয়ে । খুশি বলে, 

" এই দিতা কি হোলো ? চল্ । " মিনি আবার হাটতে শুরু করে । মিনিট দশেক পর মিনি বলে, " আর যাবো না, চল্ হোটেলে ফিরে 

যাই । " সপ্তর্ষি বলে, " Ok madam অগত্যা, 

আচ্ছা চল্ । " এই বলে সবাই ফিরে আসে হোটেলে । 

১৩ ই ফেব্রুয়ারির রাত পেরোতেই এলো ১৪ ই ফেব্রুয়ারি Valentine's Day -র সকাল । মিনি ও রাজ দুজনেই খুব excited । যথারীতি দুজনের কথা হয় এবং শুরু তাদের নতুন যাত্রাপথ । 

১৬ ই ফেব্রুয়ারি সবাই ফিরে আসে কলকাতায় । কিন্তু ঐ চার দিনের আনন্দে সবাই আত্মহারা । মিনি বাড়িতে ফিরে মাকে সব গল্প করে এবং রাজের ব্যাপারে সব জানায় । মিনির মা রাজকে ছোটোবেলা থেকেই চেনে । রাজ মিনির মায়ের বান্ধবীর ছেলে তাই অমতের কোনো প্রশ্নই নেই । 


বেশ কয়েকদিন ঘোরার গল্প চলতে থাকে ছয় মূর্তির মধ্যে । কিন্তু মিনির মনে মাঝে মাঝেই তৃতীয় বর্ষের ছাত্র রুদ্রের সেই বিশ্রী দৃষ্টির কথা মনে পড়তে থাকে । রাজকেও সব জানায় । একদিন আচমকা রুদ্র মিনির হাত ধরে টানায় খুশি, রাজ ও অন্য বন্ধুরা অনেক কথা শোনায় । খুব অপমান করে রুদ্রকে । 

রুদ্র প্রচন্ড রাগে ফুঁসতে থাকে কিন্তু মুখে কিছু বলে না । 


কিছুদিন বেশ ভালোই কাটছিল মিনির । কিন্তু

হঠাৎ করেই সব কেমন বদলে যেতে থাকে মিনির জীবনে । 



Rate this content
Log in

Similar bengali story from Romance