রাতের আঁধারে-০২
রাতের আঁধারে-০২
রাতের আঁধারে পৃথিবী খুব রহস্যময়-চাঁদের আলোয় তা কখনো ছায়াময়,আবার কখনো প্রগাঢ় মায়াময় ।রাতের আঁধারে কেউ বুনে যায়তার আগামীর স্বপ্নগাথা, আবার কেউ বুনতে থাকে কোন অপরাধের নীল নকশা।রাতের আঁধারে কেউ গুনে যায়দিনশেষে লাভের পরিমাণ,আবার কেউ হিসেব করেকিভাবে হবে তার কষ্টের অবসান।রাতের আঁধারে কেউ ভেবে যায়কিভাবে ভাঙ্গাবে প্রিয়ার মান,আবার কেউ অশ্রু ঝরায়তার প্রিয়র সাথে করে অভিমান।রাতের আঁধারে কোন বাবাভেবে যায় আপনমনে-তার আদরের সন্তান,আছে কি খুশি মনে?যাকে লালন করেছিলেন শত কষ্ট করে,সেই তার জন্যি আজ অশ্রু ঝরে!আর মরমের ব্যাথা লুকায় মরমে,অবশেষে ঠাই হল কিনা বৃদ্ধাশ্রমে!কার জন্যে সয়েছিলেন সারা জীবন-ভরহাজারো ঘাত-প্রতিঘাত হাসিমুখে,রাতের আঁধারে দুঃখী মা ভেবে যানকোন বৃদ্ধাশ্রমে বসে।রাতের আঁধারে কোন শিক্ষকভেবে যান তার ক্লাসগুলো নিয়ে,অন্যদিকে কোন মনোযোগী শিক্ষার্থী স্বপ্ন সাজায় আগামীর দিনগুলো নিয়ে।রাতের আঁধারে কোন শিক্ষার্থীঅলস সময় কাটায় ফোনে,একই সময়ে আবার কেউস্বপ্নের জাল বুনতে থাকে।রাতের আঁধারে কোন স্মাগলারব্যাস্ত থাকে তার কাজে,একই সময়ে কোন সীমান্ত রক্ষীরাত জাগে তাকে আটকাতে।রাতের আঁধারে কোন অসহায় পরীবসে ভাবে একাকী,কেন কিছু মানুষ তাদের স্বার্থেতাকে দিল ফাঁকি? কাজের কথা বলে নিয়ে এসেছে পরদেশেঅন্ধকার জগতে ঠাই হল অবশেষে,শত চেষ্টায়ও পারছে না বের হতেবারবার আটকা পড়ছে অচেনা কোন গলিতে।রাতের আঁধারে কোন ব্যার্থ পথিকপৃথিবীকে জানায় বিদায়,কেউ আবার নিজেকে নতুন উদ্যমেনতুন করে সাজায়।রাতের আঁধারে কেউ পথ হারিয়েএকা বসে থাকে নিরালায়,কী আবার হার না মেনে নতুন পথ খুঁজে বেড়ায়।রাতের আঁধারে কত কিছুই হয়-আমরা কি তার খবর রাখি?খবর রাখি না বলেই-আমরা এত সুখী।
