রাত জাগা পাখি 🦋 পর্ব ৩
রাত জাগা পাখি 🦋 পর্ব ৩
রজত ঘরে ঢুকে দেখে পাখি মরার মতো পড়ে গোঙ্গাচ্ছে । " কিরে শালী মরার মতো পড়ে আছিস যে ? উঠে স্নান করে নে , তারপর কিছু খেয়ে ঘুমিয়ে পড়বি । রাজেশ খুব খুশি হয়েছে রে শালী , কালকের জন্য কিছু অগ্রিম দিয়ে গেছে । কালকে সকালে বাজারে গিয়ে তোর জন্য দুটো ঝকমকে শাড়ি এনে দেবো । আরে পুরো নায়িকা লাগবি তবেই না আরও অনেক খদ্দের পাবো । তুই কিছু চিন্তা করিস না, আমি মাসে মাসে কিছু টাকা তোর বাবাকে পাঠিয়ে দেবো । তোর গতরে খাটা টাকা আমি একা ভোগ করবো না । " এইসব বলে রজত এক কোণে শুয়ে পড়লো । পাখি কোনোরকমে রক্তাক্ত শরীরটাকে টেনে টেনে নিয়ে গেল বাথরুমে । কলের জলের তলায় বসে হাপুস নয়নে কাঁদতে কাঁদতে নিজের দূর্ভাগ্যের জন্য কপালে হাত দিয়ে মারতে থাকে । সারা শরীরে দুদিন ধরে পর পুরুষের নোংরা হাতের ছোঁয়ায় নিজের ওপর ঘৃণা জমে উঠছে পাখির মনে । স্নান সেরে সব্জি- রুটি খেয়ে ঐ নোংরা খড়ের গাদার উপর চুপ করে শুয়ে পড়ে । সারাদিনের পাশবিক অত্যাচারে জর্জরিত হয়ে ধীরে ধীরে ঢলে পড়ে ঘুমের কোলে । সত্যি এই ঘুম যদি চিরস্থায়ী ঘুম হোতো তাহলেই বোধহয় বেশি ভালো
হোতো । কিন্তু মৃত্যু কি আর এতোটাই সহজলভ্য ?
