STORYMIRROR

Raj Nandi

Drama Romance Others

2  

Raj Nandi

Drama Romance Others

পরিবর্তন

পরিবর্তন

1 min
170

সিগারেট টা ছেড়ে দিয়েছি তোর জন্য। মুখে গন্ধ পাশ বলে, সিগারেট টা ছেড়ে দিয়েছি। 

অথচ আজ সেই সিগারেট টা তুই খাস। বন্ধু দেড় নিয়ে পাব এর পার্টি তে ,সিগারেট হুঁকা ছাড়া তোদের একটা দিন কাটছে না। 

মানালি ট্রান্স এর তালে নাচতে নাচতে ,মৌরি, চকোলেট, ভ্যানিলা, মেন্থল এর স্বাদ নিচ্ছিস, জীবনের স্বাদ কে উপভোগ করতে। বলেছিলাম তোকে, তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস। বলেছিলিস সেটা না হলে তো মানুষ বাঁচবে না। আমি চেয়েছিলাম তোর পরিবর্তন, তবে এ পরিবর্তন টা চাইনি। ১০০টি ক্ষতিকর রাসায়ান এ আমাদের রসায়ন টাই বদলেছে। একসাথে মুভি দেখেছি কবে মনে পরে তোর?তোর রোজ এই পার্টি আর ব্যাস্ততায় আমাকে মনে রাখিস ?লং ড্রাইভ এ কত দিন যাই নি একসাথে মনে পরে ?ভালো করে ভেবে দেখ, তোর এই পরিবর্তন তোর থেকে, শুদ্ধ বাতাস টাই কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে ,এক সাথে থাকার দীর্ঘ প্রতিশ্রুতিগুলো। আসলে পুরো শহর টা যেমন পোস্টার ফেস্টুন, আর অ্যাড এর ঝাকমারীতে সেজে উঠেছে। তোর পরিবর্তন টাও সেই অ্যাড এর ঝাকমারীতে এগিয়ে যাচ্ছে। ভূয়সী প্রশংসা পাবার নেশায় তোর প্রশাক আশাকেও পরিবর্তন। কথা গুলো তোকে বললেই বলিস, যেগুলো তোর ভালো লাগছে না ডিভাইস এ স্টোর করে রেখে দে। আমার এ বিষয় কিছু বলার নেই। আসলে আমার ইচ্ছে হয় তোর হাত টা ধরে, লেঃ লাদাখ এর সেই নির্জন রাস্তায় হাটি। একটু শীতল শুদ্ধ বাতাস নেই , এই বিষাক্ত শহরটা ছেড়ে। আয় না ফিরে , আয় না সব ছেড়ে , দুজনে কোথাও ঘুরে আসি


Rate this content
Log in

Similar bengali story from Drama