আমার একজন মানুষ চাই
আমার একজন মানুষ চাই
আমাকে বিয়ে করবেন ?তৃপ্তি ফেসবুকে অন হতেই পারে না। ইনবক্সের নোটিফিকেশনের জ্বালায়। তৃপ্তি ইনবক্সে কারোর সাথে কথা বলা পছন্দ করে না। একদিন একটা নোটিফিকেশন ভীষণ বিরক্ত করছিলো ওকে। অরূপ নামের একটি লোক। তৃপ্তি ইনবক্স ওপেন করে। এ বাবা এ কি । হাই , হ্যালো, কি করছো , ঘুমিয়ে পড়েছো ? খেয়েছো ? আজ কি প্ল্যান ? কথা বলো না কেন ? কথা যখন বলবে না বন্ধু হলে কেন ? আমি তোমাকে ভালোবাসি। তার পর আরো কত ম্যাসেজ। তৃপ্তির সারা শব্দ না পেয়ে দিনে দুবার করে I LOVE YOU I LOVE YOU I LOVE YOU I LOVE YOU I LOVE YOU I LOVE YOU এই I LOVE YOU ম্যাসেজ গুলোই এতক্ষন তৃপ্তিকে জ্বালাচ্ছিলো মানুষটা এতো ভালোবাসে, না একবার কথা বলতেই হয় দেখা যাক এই ভেবে তৃপ্তি রিপ্লায় দেয় হ্যালো আমাকে বিয়ে করবেন ?অরূপের রিপ্লায় আসে। ...মানে?তৃপ্তি বলে। ...মানে তো আমি বুঝতে চাইছি এতো ভালোবাসেন আমাকে বিয়ে করবেন ?অরূপ রিপ্লায় দেয়। ..কেন বিয়ে করতে যাবো কেন ?আমি বিবাহিত আমার বৌ বাচ্চা আছে তৃপ্তি।.. ..আমার হাসবেন্ড ছিল এখন ডিভোর্স হয়ে গেছে তার পর দুটো প্রেম চটকে গেছে আমার বয়েস ৫০ এর কাছে আমার ছেলে আছে বিবাহ যোগ্য আমি নতুন সন্তান জন্ম দিতে অক্ষম। আমি ভীষণ একা আমার একজন মানুষ চাই যে আমাকে দেখবে আগলে রাখবে। আপনি তো আমাকে ভালোবাসেন বিয়ে করতে আপত্তি কোথায় ?অরূপ এর রিপ্লায়। ..ভালোবাসি বলেই বিয়ে করতে হবে ফেক আইডি খুলে বসে আছো কেন ?তৃপ্তি ....ও এখন আপনার মনে হলো এটা আমার ফেক আইডি। কেন কি দেখে আপনার মনে হলো এটা ফেক আইডি। অরূপ। ....ছবি গুলো কার ?তৃপ্তি .....ছবিগুলো আমারই। কেন লাইভ দেখবেন ? যদি আমিই হই বিয়ে করবেন ? আপনার বৌ থাকতে আমাকে I LOVE YOU বলছেন কেন ?অনেক্ষন অপেক্ষা করে তৃপ্তি কোনো রিপ্লায় আসে না। ........তৃপ্তি বুঝে গেছে I LOVE YOU এর উদ্দেশ্য। এই I LOVE YOU গুলো সোশাল মিডিয়া তে একটু টাইম পাস বা যদি নিজের বৌকে একঘেয়ে লাগছে অন্যের সাথে একটু শারীরিক সম্পর্ক করতে পারলে নতুনের আনন্দ পাওয়া যায়। তৃপ্তি শেষ ম্যাসেজ টা দিয়ে রাখলো আমার সব জানিয়েছি যদি বিয়ে করেন যোগাযোগ করবেন।

