প্রায়শ্চিত্ত
প্রায়শ্চিত্ত
কত বছর পর মামার বাড়ি যাচ্ছি। একমাত্র ভাগ্নী হওয়ার এই একটা সুবিধা, মামা মামীর আদরের কমতি থাকে না। যাহোক, ইন্টার ফাইনাল দিয়ে একটা লম্বা ছুটি কাটাবো মামার বাড়িতে তাই ছিলো পরিকল্পনা, এখন ত এই ছুটি আরো জমজমাট হয়ে উঠেছে আমার ছোট্ট মামাতো ভাই এর আগমনে। কখন গিয়ে ব্যাগ ফেলে তাকে কোলে নিয়ে আদর করবো এইসব চিন্তা করতে করতে ভিতরে ভিতরে excited হয়ে পরেছিলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো আর স্ট্যাম্প লাইট টা নিভু নিভু করতে লাগলো। মামা আমায় কখন থেকে রেল স্টেশন এর একটা বেঞ্চিতে বসিয়ে ট্রেইন এর টিকিট আনতে গেলো। ট্রেন ছাড়ার কথা রাত ৯ টায়, আর এখন সাড়ে ৯ টা বেজে গেছে। বেঞ্চ টা বেশ দূরে, এদিকে ভীড় টাও কম৷ নেই বললেই চলে, পুরোনো বট গাছের নিচে বসে একটু স্বস্তি পাচ্ছিলাম ঠান্ডা বাতাসে। কিন্তু এখন ত বাতাস টা কেমন রহস্যজনক হয়ে উঠলো। এমন সময় মামা এলো, হাতে কয়েকটা চিপসের প্যাকেট আর সাথে চানাচুর, ড্রিংকস। এসেই বলতে লাগলো, " নিসা তুই এইগুলো খেতে থাক, ট্রেন আসতে আরো আধঘন্টা লেইট হবে, আমি এক পুরনো বন্ধুকে পেয়েছি অনেক বছর পর। এই পাশেই একটা চা স্টলে বসে কথা বলছি, তুই ভয় পাবি না ত? " আমি হেসে দিয়ে বললাম " মামা, আমি ইন্টার ফাইনাল দিয়েছি, তবুও কি আমায় বড় মনে হয় না " মামা বললো, " ঠিক আছে বুড়িমা আপনি বসুন আমি তাহলে একটু আড্ডা দিয়ে আসি" বলেই মামা চলে গেলো। আমি চিপসের প্যাকেট খুলে ফোন হাতে নিয়ে ফেইসবুকে ঢুকলাম। কিছুক্ষণ পর একটা ভারী কন্ঠ শোনতে পেলাম " আমি কি এইখানে বসতে পারি? " আমি চমকে উঠলাম হঠাৎ এই কন্ঠ শোনে, তাকিয়ে দেখি একটা লোক এই গরমেও লং কোট পরা, চোখে কালো চশমা, রাতেও চশমা? হাতে ব্রিফকেস, কেমন একটা উসকোখুসকো ভাব। আমি কিছু না বলে আমার ব্যাগ টা সরিয়ে নিলাম। উনি ধন্যবাদ বলে বসলেন। নিচের ব্যাগ টা সরিয়ে নেওয়ার জন্য যখন নিচে তাকালাম তখন দেখি উনার বা হাতের বুড়ো আঙুল টা পুরোটা কাটা, ব্যান্ডেজ করা তবু রক্ত চুইয়ে পরছে। মনে হচ্ছে যে মাত্রই কেটে নেওয়া হয়েছে। আমার গা শিরশিরিয়ে উঠলো এইটা দেখে। তাড়াতাড়ি ব্যাগ টা সরিয়ে আমি আরেকটু সরে বসলাম। লোকটা ব্যাপার টা লক্ষ্য করে, মুচকি হেসে দিলো। এইভাবে জিজ্ঞেস করাটা ঠিক না জেনেও আমার মুখ থেকে বের হয়েই গেলো " আপনার আঙুল টা...... " বলেই চুপ হয়ে গেলাম আমি। লোক টা তার নিজের হাতের দিকে তাকিয়ে বললো " আমি ই কেটেছি" আমি অবাক হয়ে গেলাম। " আপনি নিজেই এইভাবে? কিন্তু..... " লোকটা বললো "লম্বা এক কাহীনি আছে এই কাজ টা করার পিছে, শোনবে সেই কাহীনি?? "........
(Be continued....)
