Puja Paulchowdhury

Abstract Tragedy

4.0  

Puja Paulchowdhury

Abstract Tragedy

ফেসবুক পেজ

ফেসবুক পেজ

1 min
397


হঠাৎ একটা নাম খুঁজতে গিয়ে অনিমেষের চোখে পড়ল পুরনো প্রোফাইলটা, প্রায় ৮ বছর আগের স্মৃতি! 


প্রোফাইলটা খুলতেই ভেসে উঠল সেই পেজ টার নাম৷ ওদের সম্পর্কের মতোই পেজ টাও আজ গুরুত্বহীন হয়ে পড়েছে৷ একসময় সেটা ওদের স্বপ্ন ছিল৷ দুজনের কবিতা গড়ার দেশে না জানি কত কথা শুরু হয়েছিল সেই পেজটাকে ঘিরে...তারপর হঠাৎ আসা বৃষ্টির মতোই অনিমেষের জীবন থেকে চলে গেছিল হিয়া ৷ তারপরও ও চেষ্টা করেছিল পেজটাকে আগলে রাখার, একবার, দুবার... পারেনি। সবটা মিথ্যা মনে হওয়ায় কোথায় যেন হারিয়ে গেছিল পুরনো সবকিছু। 


তারপর নতুন শুরু, রৌদ্রজ্বল দুপুর, দীপের শিখা, অন্ধকারে র আলো, এসব ঘিরেই আবার সে স্বাভাবিক জগতে ফিরে এসেছিল। পালাতে চাইলেও কি পালানো যায়? তাই তো আবার আট বছর পর সবকিছু সামনে.... একদম চোখের সামনে। 

ফেসবুক পেজ, এই শহর, গঙ্গার ঘাট, ওদের কবিতা, মতবিরোধ, অবিশ্বাস সবকিছু, সবকিছু।


Rate this content
Log in

Similar bengali story from Abstract