STORYMIRROR

Puja Paulchowdhury

Abstract Others

3  

Puja Paulchowdhury

Abstract Others

মায়া

মায়া

1 min
1.0K

মায়া আর চায় না এ জীবন, ডিপ্রেশনে অনেক দিন ধরে ভুগলেও এমন চরম সিদ্ধান্ত নেবে তা আগে ভাবেনি মায়া। তবে একবার যখন মাথায় এই খেয়াল এসেছে তখন এবার জীবন শেষ করবেই মায়া। কারণ ওর জীবন ভীষণ জটিল, ভীষণ। 


হে! হাও আর ইউ?

ঠিক চিনলাম না, 

রাহুল, মনে পড়েছে?


এমন কত মানুষ কত ক্ষণিকের জন্য আমাদের জীবনে আসে, কত পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়, কত অঘটন থেকে বাঁচিয়ে দেয়। 


বেঁচে আছি এখনো। 

একটা কথা ছিল, কাল আমি দিল্লি ফিরছি। একবার দেখা করবে?

হুম, হুম। 

ছেঁড়া ওড়নাটা বাইরে ফেলে পাখা টা চালালো মায়া। অনেক দিন পর এত শান্ত লাগছে, হাওয়ায় চুলটা খুলে জোড়ে চিৎকার করে উঠলো মায়া। 

তারপর সবটা স্বাভাবিক, সবটা।


Rate this content
Log in

Similar bengali story from Abstract