লাম্বি দেহর খনি মুসৌরি
লাম্বি দেহর খনি মুসৌরি
এটি এমন একটি জায়গা যেখানে প্রায় 50000 শ্রমিক ব্যথায় মারা গিয়েছিল। এখন স্থানীয় লোকজন বলছেন, ওই শ্রমিকরা রাতে কান্নাকাটি করত। ওই জায়গার আশেপাশের বাসিন্দাদের দাবি, রাতে তাদের আওয়াজ শুনেছেন।1990 সাল, চুনাপাথরের খনি ছিল। সেখানে ৫০ হাজারের বেশি শ্রমিক কাজ করত। কিন্তু নিরাপত্তা ব্যবস্থায় কিছুটা পিছিয়ে ছিল। এই কারণে কাজগুলিকে কিছু গুরুতর ফুসফুসের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং একবার তাদের কাশিতে রক্ত পড়তে শুরু করে এবং সেখানে সমস্ত শ্রমিক মারা যায়। এই ঘটনার কারণে খনিটি বন্ধ হয়ে যায়। আর এখন পর্যন্ত বন্ধ।ওই ঘটনার পর সেখানে অনেক অস্বাভাবিক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। আর সেই খনিতেই কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সেখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অনেকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

