Xr Rahul

Abstract Action Inspirational

4  

Xr Rahul

Abstract Action Inspirational

কখনো স্বপ্ন দেখতে নেই

কখনো স্বপ্ন দেখতে নেই

1 min
367


কাল রাতে একটা স্বপ্ন দেখলাম

উড়ো জাহাজে বসে ঘুড়তে যাচ্ছি দূর দেশে।

আশে পাশে শত শত রঙিন মুখ, সবাই হাসছে

ঘুম ভেঙে উঠে দেখি

পকেটে চা খাওয়ার পয়সা নেই--

কখনই স্বপ্ন দেখতে নেই

তবুও ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখি।

চাকরি চাকরি বলে ঘুরেছি কত

চারিদিক হাহাকার, যেন কান্নার শব্দ।

বিজ্ঞাপন দেখে ভাবলাম এবার আটকায় সাধ্যি কার!

ইন্টারভিউ-এ গিয়ে দেখি বসার জাগয়াটুকুও নেই

অভুক্ত অনাহারী মনের আর চাকরি দরকার নেই--

কখনই স্বপ্ন দেখতে নেই

জল চাইলাম, এ ছিল বিনা মেঘে বজ্রপাত।

জীবন পথে অনেক যুদ্ধ করলাম

মসৃণ পথে একটু স্বচ্ছন্দে হাঁটব বলে।

হাঁটার রাস্তা ছিলো কাঁটা বিছানো,অন্ধকার

হাতের লম্ফোটাও তখন নিভু নিভু

আলো জ্বালানোর যথেষ্ঠ কেরোসিন নেই--

কখনই স্বপ্ন দেখতে নেই

শাঁখের করাতের উপর হেঁটে চলেছি আজও।

বাবা অনুনয়ের সুরে জিজ্ঞাসা করেছিল

তোর কাছে দশ টাকা হবে!

সারারাত মুখ লুকিয়ে কেঁদে ছিলাম ঝড়ঝড়িয়ে

ভেবেছিলাম সকালে কাজ করে কামিয়ে নেব

সকালে উঠে দেখি সে কাজ আজ আর নেই--

রাত জাগা স্বপ্ন কখনই দেখতে নেই

ভালুকের গল্পের মত সেও গাছে উঠেছিল।

রাতের খাবার পর সেদিন ভেবেছি

অনেকদিন স্বপ্ন দেখিনি, আজ দেখব।

আড়ষ্ঠ শরীর বিছানায় এলিয়ে দিতেই সকাল

মনের মাঝে সেদিন আর কোটি টাকার স্বপ্ন আসে নি

ঘুণধরা চোরা স্বপ্নগুলোও আজ চোখে নেই--

তাই, কখনই স্বপ্ন দেখতে নেই

কুম্ভকর্ণের মত ঘুমিয়ে ছিলাম পাথুরে বিছানায়।


Rate this content
Log in

Similar bengali story from Abstract