STORYMIRROR

AMRIN AMRIN

Abstract Inspirational Others

4  

AMRIN AMRIN

Abstract Inspirational Others

কবি হতে চাই

কবি হতে চাই

2 mins
6

ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হঠাৎ একটি ভিডিও চোখে পরলো,,, ভিডিও টাইটেলে লেখা ছিল ঘরে বসে কিভাবে লেখালেখি করে একজন কবি হয়ে টাকা ইনকাম করতে পারবেন,,,, 

ভিডিওটা সামনে আসতেই তামসির চোখ দুটো 

ভিডিও টাকে দেখার জন্য আকর্ষিত হয়ে পড়ে,, হ্যাঁ এতদিন ধরে তো এটাই খুজছিল,, এমন কিছুই খুঁজছিল, সে কবি হতে চায়,, লিখতে চাই নিজের প্রতিভা সবাইকে জানিয়ে দিতে চাই,, সেই ছোটবেলা থেকে সবাই বলে আসছে....

এভাবে কবি হওয়া যায়না তামসী,, এসব আলতু ফালতু কাঁজ ছেড়ে নিজের পড়াতে মন দে।কাজে আসবে চাকরি করতে পারবি,,

কিন্তু কে শুনবে কার কথা?? , মন থেকে আটকে রাখা যায়, সেই চতুর্থ শ্রেণী থেকে শুরু,, প্রথম প্রথমে নিজের লেখার খাতায় ছোট ছোট ছড়া কবিতা লেখা,, তারপর আলাদা খাতা বানিয়ে সেখানে ছোট ছোট গল্প কবিতা লেখা অবসর সময়ে এগুলোকে পড়ে মনে হয় নিজেকে বলতো

 হ্যাঁ,,

আমি পারবো আমি একদিন না হয় একদিন নিজের স্বপ্ন পূরণ করবই,,, 

একরকম ভূত চেপে গিয়েছিল মাথা।মাঝেমধ্যে অন্যজনকে গল্প শোনাতে বসে পড়তো খাতা নিয়ে। তার এই পাগলামি গুলো একপ্রকার তামাশয়ে ছিল সবার কাছে,, একবার তো তামসির ভাই তামসির গল্পের খাতাগুলো ভাঙ্গা হারীর কাছে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। তখন তামসি কান্নায় ভেঙ্গে পড়ে।তারপর কিন্তু সে আবার বসে থাকেনি,, আবারো নতুন করে লিখতে বসে নতুন গল্প কবিতা,।এমনকি যত বড় হচ্ছে লেখালেখি ভূতটা তার মাথায় আরো ভালোভাবে চেপে উঠেছে।কারো তামাশা তার মনোবলকে এক বিন্দুও কমিয়ে দেয়নি। তামসি  স্কুলে গিয়ে ক্লাস শেষে তার বন্ধুদেরকে তার লেখা কবিতা শোনাচ্ছিল ,,, অমনি ক্লাস ক্যাপ্টেন তাসমিয়া তার পাশে এসে বসে।তাদের ক্লাসে তাসনিয়া ছিল সবথেকে বড় ও শক্ত পুক্ত মোটা একটি মেয়ে। ভালো করে পড়তে দেখা যায় না তবে তার রোল নং কিভাবে যেন সব সময় আগেই থাকে ,  স্কুল কমিটির মেয়ে বলে কথা। তাসমিয়া এসে বলল,, ওদিকে সরে বস,, আমাকে কিছু গল্প পড়ে শোনাতো,, 

তামসি বলল

,, আজ তো গল্পের খাতা আনিনি আজ আমি কবিতার খাতা নিয়ে এসেছি তুমি কি আমার কাছ থেকে কবিতা শুনবে???তাসনিয়া বলল,,, হ্যাঁ,,, তাই পড়তে থাক। তারপর তাসমিয়া কি যেন একটা ভেবে বলল,,,তুই রা,, এটা আমার হাতে দে, আমি নিজেই পড়ে নেব।

তামছি কাঁচুমুচু করতে করতে তাসমিয়ার কাছে দিয়ে দেয়,, তাসমিয়া খাতাটি হাতে নিয়ে তার বেঞ্চে চলে যায়।

কিছুক্ষণ পর নিজেই এসে ফেরত দিয়ে যায় ,,

কয়েকদিন পর স্কুলে নোটিশ আছে প্রতিযোগিতা হবে সেখানে ছবি আঁকা গল্প কবিতা লেখা,,,কিন্তু আমার সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র আমার ভাল কোন সদস্য ছিল না বলে আমি যেতে পারিনি,,,যে মেয়ে গল্পের কিচ্ছু জানেনা সেই মেয়ে উপজেলা পর্যন্ত গিয়ে পৌঁছে গেল,,, প্রথমে আমাকে বলেছিল আমাকে নিয়ে যাবেন কিন্তু নিয়ে যায়নি,,, আমি তৈরি হয়ে গিয়েছিলাম,, সেখানে গিয়ে কি কবিতা লিখব সেই স্ক্রিপ তৈরি করেছিলাম,, কিন্তু কোন লাভ হয়নি গল্পের তামসি আমি নিজেই আমি এই জায়গায় জায়গায় সকল প্রতারণা শিকার হচ্ছি,, সেই ছোট্টকাল থেকে,,,, 



Rate this content
Log in

Similar bengali story from Abstract