কালো মেয়ে ------
কালো মেয়ে ------


কালো মেয়ে --- ---
ডাঃ সত্যব্রত মজুমদার
৩০/০৭/২০২২
---------------------
বাবা তুমি আমার জন্য চিন্তা করো না,মা তুমি কেঁদো না, আমার বিয়ের কথা চিন্তা না করে আরো দুটি বোন আছে, তাদের কথা ভাবো। সুমির কথা শুনে মা বলেন ," সব বুঝি মা, কিন্তু মন তো মানে না, বয়স বাড়তে থাকে, নিজের ভবিষ্যৎ, সংসার ধর্ম তোমাদের সুখেই তো আমাদের সর্ব সুখ মনে আসে। সুমি তুমি বিয়ে পাশ করেছো, ভালো গান বাজনা করতে পারো, শান্ত, বুদ্ধিমান, দেখতে তো খারাপ নও, শুধুমাত্র গায়ের রংটাই কালো, আরো পাত্র দেখবো, ঠিক ভালো বিয়ে হবে সুমি, লক্ষ্মী মেয়ে, মাথা গরম করো না।
না, মা, আমার মাথা গরম হয় না, কিন্তু অনেক রাগ হয়, আমাদের সমাজের হাল, মানসিকতার অধঃপতন দেখে। আমরা গরীব, বাবা ট্রেনে হকারি করে আমাদের তিন বোনকে লেখাপড়া শিখেয়েছিল। আমরা কত কষ্ট করে, টিউশনি করে লেখাপড়া করেছি। মাথাগোঁজার কোনোরকম একটা ঠাঁই আছে। আমার বয়স ছাব্বিশ বছর, তোমরা বিয়ের চিন্তা করতে লাগলে, কিন্তু আমার দুর্ভাগ্য কি? গায়ের রং কালো, তাতে আমার আর সব ভালো গুলো, অর্জিত গুনগুলো চাপা পড়ে গেল। যে সব সন্মন্ধ আসতে থাকলো, তাদের একটাই কথা, আপনার মেয়ের গায়ের রং খুব কালো, তাহলে উপায়, উপায় একটাই অনেক টাকা লাগবে, কারো কারো দামি মোটরসাইকেল, সোনার গয়না, আলমারি, দামি খাট, এলিডি টিভি আরো কত কি; কিন্তু মা মুখোশধারি যে সব ছেলেরা এলো আমায় দেখতে বা তাঁর পরিবার, পাঁচটির মধ্যে চারটি ছেলেরই গায়ের রং আমার থেকেও কালো, সেই রকম চেহারা, পড়ালেখাও ঠিকমতো নেই, রোজগারও দিন এনে দিন খাওয়ার পরিস্হিতি, এদিকে কত বড়ো বড়ো ভাষণ, সব মিথ্যে কথা, মেয়ের গায়ের রং কালো, তাই জিনিস দিয়ে মরো।
তাই মা আর বাবা তোমরা শোনো," এই অদ্ভুত ঘুণেধরা সমাজে আমাদের কালো মেয়েদের শিক্ষাদিক্ষা নিয়ে বাস্তব ধ্যানধারনায় এগোতে হবে।
আমি সুমি, একটা কালো মেয়ে বলছি, তোমরা ধারদেনা করে সর্বস্ব দিয়ে কালো মেয়েকে কোনোরকমে পার করে নিজেদের আর মেয়েদের সর্বনাশ ডেকে এনো না।
সুমিরা আজ থেকে নিজেদের পায়ে দাঁড়িয়ে, রোজগার করে তারপর বিয়ের চিন্তা করবে, তখন দেখবে মা," তোমার সুমি আর কালো নেই, আপনিই ফরসা হয়ে গেছে । আধুনিক এই সমাজে এখনো রন্ধ্রে রন্ধ্রে ভালো মানুষের মুখোসের আড়ালে লোভ ভালো মাত্রায় রয়ে গিয়েছে।
মা আর বাবা শোনো, কালো সুমি আর তোমাদের বিয়ের নামে অপমান হতে দেবে না, সুমি এবার নিজের পায়ে দাঁড়াবে, এই অপমানের বদলা নেবে।
মেয়েদের গায়ের রং কালো হলেই বাবা মার মরণ, চিন্তার আর শেষ নাই, আর গরীব বাবা মা হলে তো কথাই নেই, টাকা আর কারি কারি জিনিস যত দেবে তত গায়ের রং ফরসা হতে থাকবে। তাতেও কি শান্তি হবে? তাই মা আর না, এই ধর্মের দেশে কালো মেয়েদের সন্মান নিয়ে বাঁচতে গেলে স্বাবলম্বি হতেই হবে।