STORYMIRROR

Nurul Islam

Abstract Fantasy Others

3  

Nurul Islam

Abstract Fantasy Others

জীবনকাহিনী

জীবনকাহিনী

1 min
152

একবারের একটি রহস্যময় জীবনকাহিনী:


একটি ছোট গ্রামে এক বৃদ্ধ প্রবাসী একটি পাখির বাচ্চা দেখে তা পালন করে। পাখির বাচ্চা তার মনে প্রাণবন্ত হতে লাগে এবং সব জীবনের রহস্য বোঝার জন্য জগতে বেরিয়ে যাওয়ার কথা বলে। পাখির বাচ্চা তার পথ বানানোর জন্য সবাই মিলে এক বৃদ্ধের সাহায্য করে।


এক দিন, পাখির বাচ্চা বৃদ্ধজনের প্রশ্ন করে, "জীবন কী এভাবে বদলে যায়?"


বৃদ্ধজন উত্তর দেয়, "জীবন একটি অমিশ্রণ গল্প, যেখানে আনন্দ এবং দুঃখ, সফলতা এবং পরাজয়, সম্মান এবং নীচমান, সব একসাথে মিশে থাকে। এই গল্পের আধারে আমরা আমাদের পথ নির্ধারণ করি।"


পাখির বাচ্চা বলল, "আমি আমার পথে এগিয়ে যাব। ধন্যবাদ, আমি এই গল্প শেখেছি।"


এবং এই মুহূর্তের পর, পাখির বাচ্চা নিজের পথ নির্ধারণ করে জীবনের রহস্যের খোঁজে বেরিয়ে যায়। তার পথে এগিয়ে যাওয়ার প্রতি প্রতিজ্ঞা করে, তা হলো জীবনের অমিশ্রণ গল্পের মূল উপায়, সব অধ্যায়ের আধার।


Rate this content
Log in

Similar bengali story from Abstract