ধারাবাহিক-নিমাইয়ের সংসার (পর্ব-২)
ধারাবাহিক-নিমাইয়ের সংসার (পর্ব-২)
নিমাইয়ের সংসার (২)
কালু দুই'বচ্ছরের হোলা বুইজত হারেনা বাইত কি ঘইটছে। মা'র কান্দন দিদি নমিতার কান্দন বড্ডা দাদাগুনের কান্দন কুটুমের'গো চিঞর বাইক্কর এইহগল দেই হোলা ডরাই যা। ছোখগিন বড্ডা বড্ডা করি ব্যাকেরমুই সাই সাই দেখের। মা'র আচল টানের জোরে জোরে কি হইছে জিজ্ঞানের লাই। হেইমুইক্কা মা'র মোডে হুঁশ নাই। শেষে যাই বাপের লাশের উপর উডি নাচের। বাপেরে ডাকের
ঘুমের তুন উডনের লাই। বাপ যেন শেষ ঘুমে এই কথা হিয়র বুজনের বয়েস হ'নাই।
পাখির ঝাঁক আইজ্জা বিয়ানেরতুন মোটেও কিচমিচ করে ন' বুইজত ফাইরছে কিছু একখান ঘডি গেছে।হিয়রা এক্কেরে চুপ মারি বৈ রৈছে। দেইখত দেইখত বেলা উডি গেছে গই। কালুর বাপেরে শ্মশানে নেওনের সময় হইচে। কালুর তিন দাদারে সামনে ডাকি আইনল মুরুব্বি মাইনষেরা মিলি।হিয়রা বেবাকগুন দূরে দাঁড়াই এক্কই লগে কাইনত আছিল।
কালুর তিনগা দাদা বড্ডাগা শোষেন, মাইজ্জা গা ভূপেন, সাইজ্জাগা নিরু (নিরঞ্জন) আর কালু বেকগুনের তুন ছোড। নিমাই বাবু বাঁশের মাচাত উইঠল। হেমনে পোলাপাইন বেকগুন মরা বাপের সামনে দুম্বাই আই চিল্লাই চিল্লাই কান্দন আরম্ভ কইরল। কালুর দিদি নমিতা হুঁশ হারাইল। কালুর মার কোপালের রং মুছি দিছে হাতের শাখা পলা ভাঙ্গি দিছে।হেতির সব রং আইজ্জা ধুই শেষ। নিমাইয়ের লাশ কান্ধে উডাই লই শ্মশান মুই ধাইছে হরি বল বল হরি কইত কইত।নিমাই চিতাত উইঠল। পোলা বড্ডা গা বাপের মুখাগ্নি কইরল। দাউ দাউ করি চিতা জ্বলি উইঠল।দেইখত দেইখত নিমাই পুড়ি ছাই হইল। নিমাইয়ের অস্তিত্ব দুনিয়াত শেষ। নিমাইরে আর কোনোগা সাইলেও দেইখত পাইতন'।
নিমাই মজুমদার ইহলীলা সাঙ্গ করি অইন্যা স্বর্গ ধামে। হিয়র সংসার পড়ি রৈছে ইয়ানে। আইজ্যা চাইরদিন। চিতা ধোয়াই তার বাদে মাডি দিব। বাড়িত কান্দাকাডি আর শেষ হরনা। দেইখত দেইখত দশদিন কাডি আইজ্যা এগারদিন। আইজ্যা অন্তিম কাম আইদ্য ছেরাদ্ধ। ছেরাদ্ধ বাসরে পুরইত মন্ত্র পড়ের,হেদিক দি গীতা পাঠ করের আরেক বাম্মনে, কার মন্ত্র পাঠ কে হুনের, কার গীতা পাঠ কে হুনের। বেকগুন মিলি খালি কান্দের। ছোখের জলে দি গোটা বাড়ি হুদ্দা সমুদ্র
বনি গেছে গই। এ্যামনে করি ছেরাদ্ধ সম্পন্ন হইল।
