ডিয়ার ডায়েরি
ডিয়ার ডায়েরি


নবম দিন :
আমার কথা থাক,আপনারা ভালো তো |অবশ্য যা অবস্থা এতে কেউই র ভালো থাকবে না |একটা জিনিস লক্ষ্য করলাম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এ আনাগোনা সবার বড্ডো বেশি হয়ে গেছে |সকাল থেকে উঠে লোকে অনলাইন |অবশ্য লোককে কি বলবো আমি নিজেও তো |লোকে বকবক করছে বকেই চলেছে | আমার অসহ্য লাগছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট |তাই একটু English বই নিয়ে বসলাম |বই পড়তে ভালোই লাগে আমার |বাবা কে একটু অনলাইন এর নানা ব্যাপার বোঝালাম |এই করেই কাটলো আজকের দিন|