ডিয়ার ডায়েরি
ডিয়ার ডায়েরি
দ্বাদশ দিন:
জানেন তো কিছু ইচ্ছেই করে না এখন র |খুব একঘেয়ে লাগছে |আমাদের বাড়ির পাশের গাছে আম ধরেছে |কাঁচা কাঁচা সবুজ সবুজ আম |একটা জিনিস খেয়াল করেছেন কি প্রকৃতি কে মানুষ যাই করুক না কেন সে কিন্তু যা দেবার তা দিয়ে যাবে |তার বিরাম নেই |নিজের কর্তব্য দায়িত্ব সে ঠিক পালন করে |হতভাগা মানুষ তা বোঝে না |ভাবে সবাই শুধু তার ক্ষতি করতে আসছে |আমাদের দেশের বাড়ির গাছেও আম ধরেছে নিশ্চই কিন্তু যাবার তো উপায় নেই এখন |