STORYMIRROR

Subhajit Sanyal

Abstract Romance Tragedy

3  

Subhajit Sanyal

Abstract Romance Tragedy

ছোট্ট প্রেম কথা

ছোট্ট প্রেম কথা

1 min
311

একদিন এক প্রেমিক তার প্রেমিকাকে একটা চ্যালেন্জ করে বসলো । খুব সহজ একটা চ্যালেন্জ , তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে তুমি আমার সাথে একটা সম্পূর্ণ দিন কোনরকম যোগাযোগ করবে না । যদি তুমি 24 ঘন্টা যোগাযোগ না করে থাকতে পারো তাহলেই বুঝবো , তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো এবং আমি তোমাকে আজীবন ভালোবাসবো । মেয়েটা রাজি হলো । সে সারা দিন একবারও যোগাযোগ করল না ছেলেটার সাথে । কোনো ফোন কল বা এস এম এস পর্যন্ত করেনি । পরের দিন মেয়েটা দৌড়ে গেল ছেলেটার বাড়িতে । মেয়েটা জানতো না যে ছেলেটার ক্যান্সার ছিলো , আর তার বাঁচার আয়ু ছিল মাত্র 24 ঘন্টা । মেয়েটার চোখ দিয়ে অঝোরে অশ্রু ঝরে পড়ছিল , যখন সে দেখতে পেল , ছেলেটা স্ট্রেচার এর উপরে শুয়ে আছে , আর তার পাশে একটা খোলা চিঠি । সেখানে লেখা আছে , তুমি একটা গোটা দিন আমাকে ছাড়া থাকতে পেরেছো । প্রতিদিন থাকতে পারবে না ?


Rate this content
Log in

Similar bengali story from Abstract