STORYMIRROR

Subhajit Sanyal

Abstract Fantasy Others

3  

Subhajit Sanyal

Abstract Fantasy Others

বাবাকে নিয়ে কিছু কথা

বাবাকে নিয়ে কিছু কথা

1 min
216

 বাবাকে নিয়ে কোনো দিনই আমার কিছু লেখা হয় না । না লিখলেও বাবার কিছু যায় আসেনা। ভালোবাসা আর সম্মান দুই যেহেতু আছে বাবার তাতেই যথেষ্ট। বাবাকে ছোটবেলায় কোনোদিন কাঁদতে দেখিনি মা চলে যাওয়ার দিন আমাকে জড়িয়ে কাঁদতে প্রথম দেখেছিলাম । চমকে গেছিলাম যেহেতু আমাকে বলা হয়েছিল ঘুরতে নিয়ে যাচ্ছি। আর ৬ বছর বয়সে বুঝবো কি করে ওটা বাড়ি না শ্মশান! যাই হোক সেই দিন থেকে আজ ও অবধি বাবা আমাকে চোখের নজর থেকে আড়াল করে নি। আমার বেশি চাওয়া পাওয়া ছিলো না , এখনো সেরকম কিছু নেই । খেতে ভালোবাসি এই আরকি । না চাইতেই সব পেয়েছি । ভালোবাসা টা চরম লেভেলের দিয়েছে। এতো বড়ো করেছে । লাল ঝান্ডার প্রেমে পড়িয়েছে । আর কি বলি। মা এর জায়গা নেওয়া সহজ নয় তবুও বাবা চেষ্টা করেছে মানুষ করার ।। অন্তত যখন বলেছিল ছেলেকে দেখবে কে মিশন এ পাঠিয়ে দে । তা শোনার পরও আমাকে নিজের কাছে রেখেছে। দ্বিতীয় বার বিয়ে করতে বলা হলেও যেই ব্যক্তি না করেছে শুধু মাত্র আমার কথা ভেবে যদি আমায় না দেখে ।। সমস্ত সুখ দুঃখ ভুলে যে মানুষ কে ভালোবাসতে শিখিয়েছে , তাকে তো ভালোবাসবোই।। ভালোবাসা তো তার কাছ থেকেই শেখা। ভালো থেকো বাবা। সুস্থ থেকো।।



Rate this content
Log in

Similar bengali story from Abstract