STORYMIRROR

RAKHAL DAS

Horror

3  

RAKHAL DAS

Horror

বৃষ্টির রাতে কঙ্কালের আতঙ্ক

বৃষ্টির রাতে কঙ্কালের আতঙ্ক

4 mins
25

ভাত... ভাত..... ভাত.....
দাদা ভাত দেই আপনাকে ভাত 
না না লাগবেনা যদি পারেন মাছের ঝোল দিয়ে যান। 
এই কথা বলতে বলতে ফোনটি বেজে উঠল। 
হ্যলো.....
হ্যঁ....
কি হয়েছে...... 
তুমি একদম চিন্তা কর না আমি রাতের আগে ঠিক পৌঁছে যাব।
আমি নবীন নবীন পোদ্দার আমি এসছিলাম বন্ধুর বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে অর্ধেক খেতে খেতে আমাকে উঠতে হচ্ছে আমার স্ত্রীর শরীরটা ভালো নেই আমাকে বাড়ি ফিরতে হবে। 
কিরে হঠাৎ উঠলি যে আরেকটু ভাত ও মাছের ঝোল নে। 
নারে আর খাওয়া হলো না বাড়ি থেকে ফোন এসেছিল স্ত্রীর শরীরটা খুব খারাপ আজকে রাতের মধ্যে বাড়ি ফিরতে হবে না হলে খুব বিপদ হয়ে যাবে। 
কিন্তু তুই এখন যাবি কিভাবে লাস্ট ট্রেনটি তো কতক্ষণ আগে চলে গেছে এখন তো....... 
এখন তো কি...... 
না বলছি এখন ওই রাস্তায় যাওয়াটা ঠিক হবে না। 
কোন রাস্তায়? 
একটা রাস্তা আছে কিন্তু খুব বিপদ তোকে ও রাস্তা দিয়ে যেতে হবে না। 
আরে না তুই বল আমাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে না হলে বড় বিপদ হবে। 
ঠিক আছে তাহলে আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা নদীর ঘাট আছে। ওই নদীর ঘাট পেরোলেই তুই তোর গন্তব্যে পৌঁছাতে পারবি কিন্তু দেখবি খুব সাবধান ওই রাস্তা খুব বিপদ তুই বাড়ি পৌঁছে ফোন দিস কিন্তু আমি তোর অপেক্ষায় থাকবো। 
আমি তড়িঘড়ি করে ওখান থেকে বের হতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল। 
চারিদিকে বড় বড় গাছপালা আর তারই মধ্যে আমি হেঁটে চলেছি। 
কিছুক্ষণ হাঁটার পর আমি নদীর পাড়ে এসে পৌঁছলাম। 
এদিক ওদিক তাকাতে আমি দেখতে পেলাম একজন নৌকা নিয়ে বসে আছে। 
আমি তাকে ডাক দিলাম...... 
মাঝি ভাই ও মাঝি ভাই....... 
মাঝি:- কি হল দাদাবাবু আপনি এত রাতে এখানে যে। 
আমি বড্ড বিপদে পড়েছি ভাই আমাকে ওপারে পৌঁছে দাও নাহলে খুব বিপদ হবে। 
মাঝি:- আপনি এত রাতে ওপারে যাবেন কেন ওপারে বড় বিপদ আছে। এত রাতে নৌকো পারাপার করা ঠিক হবে না আপনি ফিরে যান না হলে আপনার বড় বিপদ হবে। 
হোক বিপদ তবু আমাকে যেতে হবে না হলে আমি বাড়ি পৌঁছাতে পারবো না আর আমি বাড়ি না পৌঁছালে আরো বড় বিপদ হবে তুমি চলো যত টাকা লাগবে আমি দেবো কিন্তু আমায় নদী পার করে দাও। 
মাঝি :- ঠিক আছে আমি পার করে দিচ্ছি আমার যত ভাড়া তত দেবেন কিন্তু আমি আপনাকে এখনো সাবধান করে দিচ্ছি ওপারে কিন্তু খুব বিপদ মাঝ রাতে নদীতে ভয়ানক তুফান আছে আরো তুফান থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফিরেনি আপনি সাবধানে বসবেন। 
তারপর আমি নৌক উঠে বসলাম। নৌকোটি ধীরে ধীরে এগোতে থাকলো। কিছুক্ষণ প্রায় সব ঠিকঠাক ছিল হঠাৎ নদীর মাঝে ঝড় তুফানের সৃষ্টি হল। 
মাঝি :- আমি বলেছিলাম না দাদা বাবু এই ঠিক তুফান এলো আপনি শক্ত করে বসে থাকুন আমি দেখছি কি করা যায়। 
তারপর হঠাৎ একটা দমকা ঝড়ো হাওয়ায় আমাদের নৌকাটি উল্টে গেল। তারপর আমি আর মাঝি ভাইকে দেখতে পেলাম না আমি ডাকতে থাকলাম............ মাঝি ভাই......... মাঝি ভাই......... 
আমায় বাঁচও। 
চারিদিকে জল থৈ থৈ দূর দূর পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। মাঝি ভাইয়ের নাম গন্ধ নেই আমি সাঁতার কাটার চেষ্টা করলাম কিছুক্ষণ সাঁতার কাটার পর আমি অচেতন হয়ে বললাম। 
কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আমি উঠে দেখি একটা অজানা দ্বীপে আমি এসে পৌঁছেছি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে আমি একা হেটে রয়েছি কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হল কেউ যেন আমার পিছন করতে নিচ্ছে আমি ফিরে দেখে অবাক একটা বৃহৎ সদৃশ্য দেখে আমি চমকে উঠলাম একটা মাংস বিহীন কঙ্কাল আমার পেছনে দাঁড়িয়ে আছে। কঙ্কালের চোখ দুটি লাল রংয়ের জ্বলজ্বল করছে সে আমার দিকে হাত বাড়িয়ে বলতে থাকে....... 
কঙ্কাল :- আজ অনেক দিনের পরে তাজা মানুষের রক্ত চুষে চুষে খাব কি মজাটাই নাই হবে এই কথা বলে কঙ্কালটি অট্টহাসিতে হাসতে থাকে। আয় আমার দিকে আয় তোকে আজ আমি পেট ভরে খাব অনেকদিন ধরে কিছু খাইনি আয় আমার দিকে আয়। 
এই কথা বলতে বলতে সে আমার দিকে এগিয়ে আছে। তোমাকে দেখে আমার সারা শরীর জমে কাট হয়ে গেছে আর ঠিক তখনই আমি পিছন থেকে শুনতে পেলাম আমার বন্ধুর আওয়াজ। ও তার সঙ্গে কিছু গ্রামবাসী আমার দিকে এগিয়ে আসছে। 
সেই দৃশ্য দেখে কঙ্কালটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় আর আমি হাঁফ ছেড়ে বাঁচি। 
বন্ধু তুই এখানে কিভাবে জানলি আমি এখানে আছি। 
আমি জানতাম তুই এদিকেই আসবি যখন তুই আমার বাড়ি থেকে বেরোলি তার কিছুক্ষণ পর তোর বাড়ি থেকে ফোন নিচ্ছিল তোকে নাকি ফোনে পাচ্ছি না তারপর আমি সন্দেহ করে আমি তোর সন্দেহ করি তারপর দেখতে পাই তুই এই জঙ্গলে ওই কঙ্কালটির সামনে আছি তখন আমি দৌড়ে তোর কাছে আছি। 
আজ যদি তুই ঠিক টাইমে না আসতিস তাহলে কি যে হতো আমার। 
ওসব কথা রাখ এখন আমার বাড়ি চল তোর স্ত্রী এখন সুস্থ আছে কাল সকালে তুই ট্রেন ধরে বাড়ি যাবি এখন তুই বাড়ি চল। 


Rate this content
Log in

Similar bengali story from Horror