STORYMIRROR

Suvayan Dey

Horror Others

2  

Suvayan Dey

Horror Others

ভূতুড়ে সিউরি শ্মশান, বীরভূম, পশ্চিমবঙ্গ

ভূতুড়ে সিউরি শ্মশান, বীরভূম, পশ্চিমবঙ্গ

1 min
67

বীরভূম বছরের পর বছর ধরে বাংলার সমৃদ্ধ শৈল্পিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে আসছে। বাউল সঙ্গীত, আদিবাসী নৃত্য, শিল্পকর্ম, পৌষ মেলা এই ‘লাল মাটির দেশে’ প্রধান আকর্ষণ। তবে সিউরি এলাকায় এর একটি শ্মশান রয়েছে। আপনি যদি হরর পাগল হন তবে এই জায়গাটি আপনার জন্য। লোকেরা সেখানে ভীতিকর ছায়া দেখেছে, অন্যান্য অলৌকিক ঘটনাগুলি অনুভব করেছে এবং তাই, সূর্য অস্ত যাওয়ার পরে কেউ এর আশেপাশে যেতে সাহস করে না। 2019 সালে, কলকাতার প্যারানরমাল সোসাইটি শ্মশান পরিদর্শন করেছিল কিন্তু হিংস্র আত্মাদের দ্বারা আক্রান্ত হওয়ায় তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেনি। তাদের K2 মিটার প্রমাণ করেছে যে নেতিবাচক শক্তি প্রকৃতপক্ষে এলাকায় উপস্থিত ছিল।


Rate this content
Log in

Similar bengali story from Horror