বেস্ট ফ্রেন্ড কে চুমু খেতে নেই
বেস্ট ফ্রেন্ড কে চুমু খেতে নেই


- ওই, তুই পুরো class টা ঘুমালি..??
- (একটা লম্বা হাই তুলে) ও তুই..! হ্যা তো আর কী করবো..!
- একটুও নোট লিখিস নি তাহলে..?? 😳😳
- ধুর, তুই থাকতে আমি নোট লিখতে যাবো কেনো..!! 😎😎
- এবার একটা নোট ও দেবোনা দ্যাখ..! 😠
- তুই দিবিনা, আমার chhooonnaaaaa দেবে.. (জড়িয়ে ধরে)..
- ধ্যাত, ছাড় তো.. চল তোর চোখে চা ঢেলে আসি..।
- 😄😄 হমম চল, তাতে যদি ঘুম টা কাটে..!!
- আচ্ছা কাল কী date মনে আছে..??
- কাল..?? কাল তো *"উষ্ণতা র দিবস"*
- উফফফ, তুই না ঘুরিয়ে কিছু কথা বলতে পারিস..! বললেই তো হয় ১৪ ই ফেব্রুয়ারি..।।
- আরে ওই এক ই হলো..! কাকা দুটো স্পেশাল চা..!! পেঁচী র টাতে চিনির বদলে নুন দিয়ে দিয়ো...!! 😝😝😜
- ওটা তোকেই গেলাবো..! পাজি.. আচ্ছা বলনা কাল কী দিবি আমায়..??
- 🤨🤨 তোকে..!!?? যা: বাবা, পেঁচি কে আবার কী দেবো..! তুই তো আমার Best frnd..!
- ( *আর কিছু না বল* 😔) হু: চাইনা যা....!! 😒😒
- আরে দেখিস এমন একটা gf জোটাবো না, শুধু অন্য ছেলেরা কেনো তুই ও দেখবি, জলবি আর লুচির মতো ফুলবি..!! 😏😏😎
- আমার দায় পড়েছে দেখতে, তুই ও দেখবি এমন একটা Handsome hunk দেখে Boyfriend জোটাবো না, তুই আমাকে জালালেই ও তোকে কেলাবে..! 😏
- 😳😳 বলিস কি..!! (বলে একটা সিগারেট ধরায়)
- তুই আবার ধরালি..?? 😡😡 তোকে না কতবার বারণ করেছি..!
- ওরে পাগলী *নিকোটিন এর ধোঁয়া যদি আমার কষ্ট দূর করতে পারে, তাহলে তাকে কেনো আপন করে নেবোনা বলতো..??* 😊
- থাক থাক, তোর ডায়লগ তোর কাছেই রাখ..। আমি তোর সব দু:খ কষ্ট জানি...!!
- কচু জানিস.. 😏
- কচু জানি তাই না...?? (কলার টা টেনে ধরে মুখের কাছে এনে)
>- বাপরে, এরম করিসনা রে, আমার Gf দেখলে রাগ করবে...।।
- ওকে যা.. (বলে চায়ের কাপ টা রেখে রাস্তার দিকে হাটে)
ঠিক তখনি একটা গাড়ী হুস করে ওর সামনে দিয়ে চলে যায়..
- রাই....... (বলে এক হ্যাচকা টানে নিজের দিকে টেনে আনে) পাগল নাকি তুই...?? দেখে চলতে পারিস না..?? 😠😠 যদি কিছু একটা হয়ে যেতো..!
- ভালোই হতো..। আমার কিছু হলে তোর কী..??
- (জড়িয়ে ধরে) আমার অনেক কিছু..! 😔
- তাহলে plzz আমার কথা শোন, ছাড় সিগারেট টা..
- আসলে তুই তো জানিস আমি....
চারিদিক এর কালো নিস্তব্ধতা মেশানো অন্ধকার ই শুধু সাক্ষী রইলো ওদের প্রথম চুম্বন এর..
- পারবেনা বল, আমার এই ঠোট দুটো তোর নিকোটিন কে হার মানাতে..??
- Sumrit Shahi র *"Never kiss your Best friend"* বই টা পড়েছিস..??
- না..
- আজ আমার life টাও গল্পটার মতোই হয়ে গেলো রে...।
(কয়েক বছর পর হঠাৎ Whatsapp এ একটা msg)
- কী করা হচ্ছে এখন..??
- আরে what a surprise...!! এ তো পেঁচী যে.. আজ হঠাৎ whatsapp এ message করলি যে...!! কেমন আছো Darling..?? 😉😍
- একদম ভালো না..
- কেন রে..? 😨 তোর husband তোকে মারছে নাকি..?? বল তাহলে কেলিয়ে আসবো..।
- ণাহ: ওর ঘুম টা কমাতে পারলেই আমি খুশী..
- তোকে খুশী করতে পারছে না নাকি...!! তো যাবো আমি..?? 😜😝🙈
- তুই না আমার হাতে প্রচন্ড মার খাবি।
- তাই হোক, তাতেই বা যদি তোর হাতের ছোঁয়া পাই..!
- Flirt আর whatsapp দুটোই বন্ধ করে খাবি আয়..। কাল তোর office ও আছে আর তোর মেয়ে ও তোকে ছাড়া খাবে না, তাড়াতাড়ি আয়..
- যথা আজ্ঞা My Queen.. এক্ষুনি হাজির হচ্ছে পেঁচী র একমাত্র ঘুমন্ত পেঁচা..! 😛😎