Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Shantanu Banerjee

Comedy Drama Romance

1.3  

Shantanu Banerjee

Comedy Drama Romance

বেস্ট ফ্রেন্ড কে চুমু খেতে নেই

বেস্ট ফ্রেন্ড কে চুমু খেতে নেই

3 mins
16.8K


- ওই, তুই পুরো class টা ঘুমালি..??

- (একটা লম্বা হাই তুলে) ও তুই..! হ্যা তো আর কী করবো..!

- একটুও নোট লিখিস নি তাহলে..?? 😳😳

- ধুর, তুই থাকতে আমি নোট লিখতে যাবো কেনো..!! 😎😎

- এবার একটা নোট ও দেবোনা দ্যাখ..! 😠

- তুই দিবিনা, আমার chhooonnaaaaa দেবে.. (জড়িয়ে ধরে)..

- ধ্যাত, ছাড় তো.. চল তোর চোখে চা ঢেলে আসি..।

- 😄😄 হমম চল, তাতে যদি ঘুম টা কাটে..!!

- আচ্ছা কাল কী date মনে আছে..??

- কাল..?? কাল তো *"উষ্ণতা র দিবস"*

- উফফফ, তুই না ঘুরিয়ে কিছু কথা বলতে পারিস..! বললেই তো হয় ১৪ ই ফেব্রুয়ারি..।।

- আরে ওই এক ই হলো..! কাকা দুটো স্পেশাল চা..!! পেঁচী র টাতে চিনির বদলে নুন দিয়ে দিয়ো...!! 😝😝😜

- ওটা তোকেই গেলাবো..! পাজি.. আচ্ছা বলনা কাল কী দিবি আমায়..??

- 🤨🤨 তোকে..!!?? যা: বাবা, পেঁচি কে আবার কী দেবো..! তুই তো আমার Best frnd..!

- ( *আর কিছু না বল* 😔) হু: চাইনা যা....!! 😒😒

- আরে দেখিস এমন একটা gf জোটাবো না, শুধু অন্য ছেলেরা কেনো তুই ও দেখবি, জলবি আর লুচির মতো ফুলবি..!! 😏😏😎

- আমার দায় পড়েছে দেখতে, তুই ও দেখবি এমন একটা Handsome hunk দেখে Boyfriend জোটাবো না, তুই আমাকে জালালেই ও তোকে কেলাবে..! 😏

- 😳😳 বলিস কি..!! (বলে একটা সিগারেট ধরায়)

- তুই আবার ধরালি..?? 😡😡 তোকে না কতবার বারণ করেছি..!

- ওরে পাগলী *নিকোটিন এর ধোঁয়া যদি আমার কষ্ট দূর করতে পারে, তাহলে তাকে কেনো আপন করে নেবোনা বলতো..??* 😊

- থাক থাক, তোর ডায়লগ তোর কাছেই রাখ..। আমি তোর সব দু:খ কষ্ট জানি...!!

- কচু জানিস.. 😏

- কচু জানি তাই না...?? (কলার টা টেনে ধরে মুখের কাছে এনে)

- বাপরে, এরম করিসনা রে, আমার Gf দেখলে রাগ করবে...।।

- ওকে যা.. (বলে চায়ের কাপ টা রেখে রাস্তার দিকে হাটে)

ঠিক তখনি একটা গাড়ী হুস করে ওর সামনে দিয়ে চলে যায়..

- রাই....... (বলে এক হ্যাচকা টানে নিজের দিকে টেনে আনে) পাগল নাকি তুই...?? দেখে চলতে পারিস না..?? 😠😠 যদি কিছু একটা হয়ে যেতো..!

- ভালোই হতো..। আমার কিছু হলে তোর কী..??

- (জড়িয়ে ধরে) আমার অনেক কিছু..! 😔

- তাহলে plzz আমার কথা শোন, ছাড় সিগারেট টা..

- আসলে তুই তো জানিস আমি....

চারিদিক এর কালো নিস্তব্ধতা মেশানো অন্ধকার ই শুধু সাক্ষী রইলো ওদের প্রথম চুম্বন এর..

- পারবেনা বল, আমার এই ঠোট দুটো তোর নিকোটিন কে হার মানাতে..??

- Sumrit Shahi র *"Never kiss your Best friend"* বই টা পড়েছিস..??

- না..

- আজ আমার life টাও গল্পটার মতোই হয়ে গেলো রে...।

(কয়েক বছর পর হঠাৎ Whatsapp এ একটা msg)

- কী করা হচ্ছে এখন..??

- আরে what a surprise...!! এ তো পেঁচী যে.. আজ হঠাৎ whatsapp এ message করলি যে...!! কেমন আছো Darling..?? 😉😍

- একদম ভালো না..

- কেন রে..? 😨 তোর husband তোকে মারছে নাকি..?? বল তাহলে কেলিয়ে আসবো..।

- ণাহ: ওর ঘুম টা কমাতে পারলেই আমি খুশী..

- তোকে খুশী করতে পারছে না নাকি...!! তো যাবো আমি..?? 😜😝🙈

- তুই না আমার হাতে প্রচন্ড মার খাবি।

- তাই হোক, তাতেই বা যদি তোর হাতের ছোঁয়া পাই..!

- Flirt আর whatsapp দুটোই বন্ধ করে খাবি আয়..। কাল তোর office ও আছে আর তোর মেয়ে ও তোকে ছাড়া খাবে না, তাড়াতাড়ি আয়..

- যথা আজ্ঞা My Queen.. এক্ষুনি হাজির হচ্ছে পেঁচী র একমাত্র ঘুমন্ত পেঁচা..! 😛😎


Rate this content
Log in