Ahin Mukherjee

Romance Tragedy Crime

3  

Ahin Mukherjee

Romance Tragedy Crime

অসমাপ্ত প্রেম

অসমাপ্ত প্রেম

2 mins
232


অনুপম এবং সোমা ছেলেবেলাকার বন্ধু। অনুপম বাংলায় M.A পড়ছে অপরদিকে সোমাও  রাষ্ট্রবিঞ্জানে M.A পড়েছে। কলেজ শেষে একসঙ্গে বাসে করে গল্প করতে করতে বাড়ি ফিরত এবং যেদিন কলেজ বন্ধ থাকত সেদিন ওরা বিকেলে নদী পাড়ে বসে গল্প করত। একে অপরের প্রতি বন্ধুত্বের বন্ধন বদলে ভালোবাসার বন্ধনে পরিনত হয়েছিল। এইভাবে দিন কাটতে থাকে। অনুপমের বাবা মা মারা গিয়েছে, সোমার বাবা কৃষক। সোমার বাবা রামু মেয়ের বিয়ের চিন্তাভাবনা করছে। মেয়ের বিয়ের বয়স হয়েছে। গ্রামেগঞ্জে মেয়ের বিয়ের বয়সে বিয়ে দিতে না পারলে মেয়ের চরিত্র নিয়ে নানান প্রশ্ন ওঠে। তাই রামু চিন্তাভাবনা করে হঠাৎই কিছু লোকজনকে বাড়িতে ঠেকে মেয়ের বিয়ের কথাবার্তা করে। সোমা এ বিষয়ে কিছুই জানত না। আর যখন জানতে পারল তখন অনেক দেরি হয়ে গেল। বিয়ের দিন স্থির হয়ে গেছে। সোমা অনুপমের সাথে দেখা করা বন্ধ করে দিয়েছে অপরদিকে অনুপম নদীর পাড়ে অপেক্ষায় থাকে। দিন কাটতে থাকে সোমা আসে না। এইভাবে একমাস কেটে যাবার পরে অনুপম সোমার বাড়িতে গিয়ে সোমার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রামু ও রামুর স্ত্রী মাঠে যাবার পর অনুপম সোমার সাথে সাক্ষাৎ করে তার অপরাধের কারন জানতে চায়। সোমা কাঁদতে কাঁদতে বলে তাঁর পিতা তার বিয়ের স্থির করে ফেলেছেন। অনুপম তাঁর পিতা রামুর সাথে কথা বলার কথা ভাবে। অনুপম ও সোমার কথাবার্তা শুনে ফেলেন তার পিতা রামু। রামু দুজনকেই গতকাল নদীর পাড়ে কথা বলার জন‍্য ডাকেন। দুজনেই হাসি মুখে যায় এটা ভেবে যে তাঁর পিতা তাদের এই সম্পর্কে মেনে নেবেন। হঠাৎই কয়েকজন লোক তাদের মারতে থাকে। মারতে মারতে দুজনকেই আধমরা করে দেয়। এই সব রামুর কথাতে করে। অনুপম এবং সোমার আধমরা দেহতে কোরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এই ভাবে ভালোবাসার গল্পের সমাপ্তি ঘটে


Rate this content
Log in

Similar bengali story from Romance