অপরাজিত
অপরাজিত
- কখনো কখনো জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় হয়তো আর পারবো না হেরে গেলাম.. কিন্তু জীবন একটা যুদ্ধ,, এই যুদ্ধে আপনি হাজার হাজার বার পরাজিত হতে পারেন - কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন হাজার বার হারবেন তবেই বুঝবেন আপনি হারছেন কেনো এবং প্রত্যেক বার আপনি আপনার ভুল থেকে শিখবেন..ভুল গুলোকে সুদড়াবেন.. একদিন আপনি ঠিক জিতবেন -জয় হবে আপনার হিম্মত আর আপনার বুদ্ধিমত্তার.. একটা কথা মনে রাখবেন যদি হার মেনে নেন তাহলে বুঝবেন আপনি নপুংসক.. কিন্তু প্রত্যেক হার মানাকে ঝেড়ে ফেলে নতুন ভাবে লড়াই করার ক্ষমতা কে বলে পুরুষত বা নারীতো...
- জয় হোক সেই মানুষ গুলোর যারা হার মানতে শেখেনি
- জয় হোক তাঁদের যারা থামতে শেখেনি
- জয় হোক সেই পুরুষ গুলোর -- জয় হোক নারী শক্তির
- প্রণাম জানাই তাঁদের যারা - অপরাজিত
সর্মান জানাই স্বামী বিবেকানন্দ মহাশয় কে
সর্মান জানাই ঝাঁসির রানী লক্ষীবাই কে
