STORYMIRROR

Sougata Jha

Horror Crime Thriller

3  

Sougata Jha

Horror Crime Thriller

অভিশপ্ত দোতলা

অভিশপ্ত দোতলা

3 mins
136



আজ যে ঘটনা বলছি তার প্রত্যক্ষ দর্শী আমি নিজেই.আমি তখন কাজের সূত্রে থাকি উত্তরাখন্ড তে.. সবাই বেশ ভালো করেই জানো যে কি পরিমান ঠান্ডা হয় সেখানে,, আমরা করছিলাম সেখানে কনস্ট্রাকশন এর কাজ.. একটি রোড মেরামত করার ছিলো.


কাজ শেষ হতে হতে প্রায় বাজতো রাত ৯টা. শহর অঞ্চলে ঠান্ডার দিন হলেও রাত ৯ টা মানে কেবল সন্ধ্যা.. কিন্তু পাহাড়ি এলাকা তে ৯টা মানে বিশাল রাত্রী.


আমাদের ক্যাম্প থেকে কাজের জায়গার দূরত্ব ছিলো প্রায় ৬ - ৭ কিলোমিটার এর মতো.. এতো ডিস্টেন্স এই কারণে কারণ আমাদের থাকার জায়গা টা ছিলো একটু জনবসতি জায়গায়.. আমাদের ম্যানেজার এই জায়গা টা ঠিক করে কারণ দৈনন্দিন জিনিস এর প্রয়োজন যেনো পূরণ হয়.


কিন্তু কথায় আছে না, বিপদ আর ভয় পাওয়া যদি কপালে লেখা থাকে -তুমি 5ষ্টার হোটেলেও সুরক্ষিত নও...


দিন টা ছিলো শুক্রবার, সারাদিন কাজ শেষে আমরা যখন কাজ থেকে আসি তখন প্রায় রাত ১০টা হবে.. আমাদের মেনেজার WORKER দের থাকার জন্য ১০০টির মতো CAMP তৈরী করেছিল.. প্রায় ১৫০জন মিস্ত্রী লেবার এই ক্যাম্প গুলোতে থাকতো.., আর মিস্ত্রি দের কাজ ঠিক মতো করছে কি না বা কোনো জিনিস এর দরকার কিনা তা দেখা শুনার করার জন্য ছিলাম ৭জন হেড ওয়ার্কার যার মধ্যে আমি ছিলাম ১জন,, আমাদের থাকার জন্য আমাদের ম্যানেজার দুই টি ঘর ভাড়া নেয়..


তো আমি আর আমার 3জন সহকর্মী পাই একটি দুইতলার বারি, নিচের তলায় আমরা ৪জন থাকতাম আর সেই বাড়ির মালিক থাকতো উপর তলায়..


ঘটনার রাত্রে অর্থাৎ শুক্রবার দিন যখন আমরা কাজ থেকে রুম এ আসি শুনি মালিক ও তার বৌ ঝগড়া করছে, কি কারণে ঝগড়া তা বুঝতে পারি নি কোনো দিন.. আমরা ভাবলাম পারিবারিক বেপার শুয়ে পড়লাম..


শনিবার সকাল -আমরা ঘুম থেকে উঠলাম তখন প্রায় সকাল ৮টা,,, ঘুম ভাঙলো দোতালাতে থাকা মালিক ও তার বৌ এর হাসির আওয়াজ এ,, ভাবলাম কোনো আনন্দের বেপার মনে হয়.. তাই হাসাহাসি করছে,, আমরা ৪জন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন সময় দেখলাম তখন প্রায় ১০টার কাছা কাছি.. চা খাচ্ছি আমরা সবাই মিলে.. মালিক ও তার বৌ এই গোটা সময় ধরে হেসে চলেছে তো চলেছেই... আমাদের মধ্যে একজন বললো শালা গুলা পাগল হয়েছে,,..


সকাল তখন ১১টা আমরা তখন কাজে বার হবো.. কাজে বার হবার আগে আমরা বাড়ির মালিক কে বলে যেতাম যে আমরা বেরোচ্ছি..


তো সে দিন প্রতাপ নামে আমাদের একজন সহকর্মী বলতে গেলো বাড়ির মালিক কে যে আমরা বেরোচ্ছি,, এতক্ষন ধরে বাড়ির মালিক হাসছে তো হাসছেই,,, প্রতাপ যখন উপরে গেলো বলতে আমরা জুতা পড়ছি... হটাৎ প্রতাপ ভয়ানক চিৎকার করে উঠলো.. আমরা সবাই হকচকিয়ে গেলাম,, চিৎকার শুনার ৩সেকেন্ড এর মধ্যে উপরে গেলাম প্রতাপ এর কাছে..


গিয়ে যা দেখলাম তা কোনো দিনও ভুলবো না,,, দোতলায় গিয়ে দেখি প্রতাপ এক সাইড এ পরে ফেল ফেল করে বাড়ির মালিক এর ঘরের দিকে তাকিয়ে.. সে দিকে তাকাতেই শিরদাড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেলো - আমরা দেখলাম সেই বাড়ির মালিক ও তার বৌ গলায় ফাঁস দিয়ে ঝুলছে, তাঁদের মুখ খোলা জিভ বেরিয়ে গেছে... আর যে হাসি আমরা এতক্ষন ধরে শুনছি সেই হাসি বেরিয়ে আসছে তাঁদের মুখ দিয়ে... আমরা ভয়ে পাগল হয়ে গেলাম.. যে যেমন করে পারি বাড়ির বাইরে বেরিয়ে আসলাম আর চিৎকার করে লোক জন ডাকলাম,,,.. সেখানে অনেক লোক প্রমান আছে সেই বীভৎস দৃশ্যর.. সেখানে একজন লোক বললো - এরা মারা গেছে অনেক আগেই, এদের শরীর এ অন্য কোনো অতৃপ্ত আত্মা বাসা বেধে এইসব করছে..


তার পর এর কোনো ঘটনাই আমরা জানি না,, কারন আমরা সেই দিন সেই জায়গা ছেড়ে দি,, বলা ভালো জোর করে চলে আসি কারন এই ঘটনা হজম করতে ও সহ্য করতে আমাদের সবারই প্রচুর সময় লাগে,,, আজও যখন গল্প টি বলছি প্রচন্ড ভয় পাচ্ছি,, কোনো দিনও খোঁজ নেবার চেষ্টা করি নি যে সেখানে তার পর কি হয়ে ছিলো,,, খালি এতটুকু জানি সেই বাড়ির দোতলা টা অভিশপ্ত...





Rate this content
Log in

Similar bengali story from Horror