অতৃপ্ত ইচ্ছা পূরণ
অতৃপ্ত ইচ্ছা পূরণ
আমি এই ঘটনাটি আমার বাবার কাছে শুনি,, জন্ম গত আমরা ব্রাহ্মণ. পূজা পাঠ যোগ্য শ্রাদ্ধ এই সব করে দাদু তার চার ছেলে এবং তিন মেয়ে কে লালন পালন করেছে,, লোক সমাজে দাদুর নাম খুব ভালো ছিলো.. দাদুর এক বন্ধু ছিলো মোহন যে দাদুর সঙ্গে এই কাজ গুলোতে সাহায্য করতো.. আর এই মোহন কে নিয়ে এই ঘটনা.. একবার দাদু মোহন এর বাড়িতে যায় কোনো এক কাজে. কিন্তু সেই দিন মোহন একটু বাইরে গেছিলো. দাদু মোহন কে ডাকতে ঘর থেকে মোহন এর বৌ বার হয়ে আসে.দাদু দেখে মোহন এর বৌ এর চোখের নিচে, মুখে, হাতে রক্ত জমে কালো হয়ে আছে.. দাদু মোহন এর বৌকে জিজ্ঞাসা করে কিন্তু বৌ কিছু বলে না,, কিন্তু তার ১২বছর এর মেয়ে এসে বলে তার বাবা নাকি প্রত্যেক রাতে নেশা করে আসে আর তার বৌ কে মারধর করে. শুনে খুব খারাপ লাগলো দাদুর.. দাদু প্রতিজ্ঞা করে যে এই মোহন কে দিয়ে সে আর কোনো কাজ করাবে না. কিন্তু যেই দিন দাদু মোহন এর বাড়িতে যায় ঠিক তার পরদিন দাদু খবর পায় মোহন এর বৌ ও মেয়ে নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে. দাদু শুনে খুব কষ্ট পায়, ৩দিন পরে মোহন দাদু কে শ্রাদ্ধ শান্তির জন্য যে ব্রাহ্মণ ভোজন হয় তার জন্য নিমন্ত্রণ করতে আসে., দাদু যেতে চায় নি শুধু ভাবে বেচারা মেয়ে টার তো কোনো দোষ নেই,, যদি সে মুক্তি পায় এই ব্রাহ্মণ ভোজনে তাহলে যাবা টা কর্তব্য,, দাদু যায় মোহন এর বাড়ি ব্রাহ্মণ সেবায়,,, কিন্তু দাদুর ফিরে আসতে অনেক রাত হয়.. ঠান্ডার দিন দাদু আসছে পথ দিয়ে, সেই সময় দাদু লক্ষ করে পাশের একটি কুল গাছের নিচে মোহন এর বৌ তার মেয়ে কে কোলে নিয়ে বসে আছে, আর দাদু কে দেখে নাকিসুরে বলছে, পণ্ডিত খুব ঠান্ডা লাগছে মেয়ে টার কিছু সাহায্য করো,, দাদু বুঝতে পারে অপঘতে মরার কারণে মোহন এর বৌ ও মেয়ে প্রেত যোনি প্রাপ্ত হয়েছে,, দাদু দানে পাবা একটি চাদর তাঁদের কে দিয়ে দেয়,, সেই প্রেত দাদুকে ধন্যবাদ করে এবং বলে পণ্ডিত আজ রাত্রি আমার স্বামীর শেষ রাত.. বলে সেই দুই প্রেত অদৃশ্য হয়,,
দাদু তার পরেরদিন বিকাল খবর পায় কিছুক্ষন আগে নাকি মোহন পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা যায়,, পাড়ার লোক পুকুরে তার লাশ ভাসতে দেখে. আশ্চর্য বিষয় মোহন সাঁতার জানতো,, হয়তো এটাই মোহন এর কর্মফল.. এইভাবেই মোহন এর বৌ এর আত্মা জীবিতো কালের অত্যাচার এর প্রতিশোধ নেয়..
গল্প টি এইখানে শেষ করলাম দাদা, গল্পঃ টি প্রকাশ হলে আরো অনেক অনেক গল্প পাঠাবো,,, কথা দিলাম,, কোন ভুল হলে মানিয়ে নিয়ো

