অবশেষে ইতিহাসে
অবশেষে ইতিহাসে


বিভাগ :-গল্প
গল্পের শিরোনাম :-"অবশেষে ইতিহাসে"
গল্পকার :-ডা: সত্যব্রত মজুমদার
তারিখ :-১৮/০৭/২০২২
-------------------
অবশেষে ইতিহাসে"
ডা: সত্যব্রত মজুমদার
তারিখ :-১৮/০৭/২০২২
------------------------
অবশেষে ভারত সম্রাট বাহাদুর আলমগীর, আওরঙ্গজেবের পদার্পণ ঘটলো অন্ধকার কারাগারে -সদ্য - পিতৃহারা, হতভাগিনী, শোকগ্রস্তা, একাকিনী দীর্ণ হৃদয়ে বাসে ভগিনী জাহানারা, এই মুহূর্তে সৌভাগ্যবতী, সম্রাট আমার সম্মুখে, আপনি বসুন "বাদশা গাজী"বলুন কি অভিপ্রায়ে আপনার আগমন ? আমার প্রিয়জনেরা কুশলে আছে তো?
সন্মানীয়া জ্যেষ্ঠ ভগিনী, আমি অবাক হচ্ছি আপনার মহানুভতার সম্মুখে, আপনার ত্যাগ-তিতিক্ষা, বিশ্বাস করুন আমি এটা চাই নি, আমি যে খোদা তাল্লার মহান আদর্শের বার্তাবাহক, আমি মহান জন্মদাতা আব্বাজান ভারত সম্রাট শাহজাহানের প্রতি অন্যায় করতে চাইনি, অন্ধ কারাগারে, জ্যেষ্ঠ ভ্রাতা দয়ালু, দুর্বল চিত্তের "দারা" ----- ওই সিংহাসনের প্রবল আসক্তি, ওহো জাহানারা --- ঐতিহ্যবাহী রাজ পরিবারের ঘটে চলা বিধির বিধান, অন্যায় এর উপরে পাপাচার, ঘোলা নদীর ধারার মতো বয়েই চলে, বিশ্বাস অথবা অবিশ্বাস, এক নিষ্ঠুর স্বার্থ, লোভ, শেষমেষ আমি তো কিছুই চাইনি।
অবশেষে, ভারত সম্রাট, নরকবাসের কাছে এসেছেন, রক্তের বন্ধনের দিদি জাহানারার একান্তে নিবেদন ভাইজান, এইখানে যা কিছু হয়ে গেছে, কালের নিয়মে, তা হওয়ার ছিল, পূর্বের সেই সব কথা থাক,আপনি ভারত সম্রাট আওরঙ্গজেব, এই মুহূর্তে সম্মানহানিকর কোন অবস্থান আমি নিতে চাই না, আমার বিবেক তাতে সায় দেয় না, কৃতকর্ম যার নেওয়ার সে নেবে, বর্তমানের সম্রাটের মনের কষ্টের কারণ হওয়ার চিন্তা ত্যাগ করেছি, প্রত্যাশা করি, আদেশ করুন, ন্যায় পরায়ণ, ধর্মনিষ্ঠ মহারাজ, রাজাধিরাজ, আপনার কি উপকার আমি করতে পারি, এখনো?
জাহানারা, আপনার নমনীয় মনোভাব, দৃঢ়তা, বিচক্ষণতা, জ্ঞান"সৌজন্য ও শিষ্টাচার" আমার মনের উত্তরণ ঘটাচ্ছে, পরোতে পরোতে বিষ্ময় সৃষ্টি করছে, কত উচ্চে উঠে কত মহান হতে পারা যায়, মানবী হৃদয়ে-- জাহানারা ইতিহাসে থেকে যাবে যুগ-যুগান্ত ধরে, যতদিন বিশ্বব্রহ্মাণ্ড রইবে, আপনি চলুন আমার রাজপ্রাসাদে সসম্মানে, আর নয় অন্ধ কারাগারে, এই কে আছিস কোথায়, রাজ প্রাসাদের ঘোড়া নিয়ে আয়, আমার ভগিনীকে নিয়ে যাওয়ার জন্য।
আমি অপারগ, আব্বাজান বেহেশতে শান্তি পাবে না, জাহানারার শেষ নিবেদন।