Susmita Sau

Drama

1  

Susmita Sau

Drama

অবেলা

অবেলা

4 mins
978


মাঠের এদিকটায় খুব একটা কেউ আসে না | তমালিকা এদিক থেকেই চাপা কান্নার আওয়াজ টা পাচ্ছিল |প্রায় এক ঘণ্টা হতে চলল স্কুল ছুটি হয়ে গেছে | এখন স্কুল ফাঁকা | তমালিকা রোজই সবার শেষে স্কুল থেকে বের হয় | আজ আর একটু দেরী কারণ আগামীকাল থেকে পরীক্ষা শুরু, তাই প্রতিটা ক্লাসে রামদয়াল আর বাহাদুর কে নিয়ে ডেস্ক গুলো ঠিক করছিল | মাঠের দিকের কোনার ঘর টায় ঢুকতেই একটা চাপা কান্নার শব্দ পেয়েছিল | ভীষণ অবাক হয়ে ক্লাস থেকে বেরিয়ে যায় তমালিকা | আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল এই স্কুলের দ্বায়িত্ব তমালিকার ওপর | কলকাতার এই কো এডুকেশন ইংরেজী মাধ্যম স্কুলের প্রিন্সিপাল মিস্ তমালিকা ব্যানার্জি | 

     কান্নার শব্দ অনুসরণ করে এগিয়ে গেল তমালিকা | একি !!! ভীষণ অবাক হয়ে দেখলো একটা ক্লাস নাইনের ছেলে প্রায় উলঙ্গ অবস্থায় বসে কাঁদছে | 

    তমালিকা তাড়াতাড়ি ছেলেটিকে ক্লাস রুমে নিয়ে গেল | জানতে চাইল সব কথা | ততক্ষণে বাহাদুর ছেলেটির জামা কাপড় খুঁজে নিয়ে এলো | 

     ছেলেটি একটু ধাতস্থ হয়ে জানায় তার নাম অনিরুদ্ধ সরকার , ক্লাস নাইন | আজ ছুটির সময় তারই কজন বন্ধু তাকে নিয়ে এমন মজা করেছে | 

     তমালিকা বলল "তুমি কোন প্রতিবাদ করলে না ?" 

  -না |

  -কেন ?

 -আমি ওদের সাথে পারতাম না | ওরা প্রায়ই আমায় নিয়ে মজা করে | 

   - কেন করে ? তুমি ওদের সাথে কথা বলো কেন ?

  -আমি অহনা কে পছন্দ করি , ওকে ভালবাসি তাই | 

  - অনি এটা লেখাপড়া করার সময় | ভীষণ বিরক্তের সাথে বলে উঠলো তমালিকা | 

  - করি তো ম্যাম | আপনি খবর নেবেন , আমি এক থেকে দশের মধ্যে থাকি | 

  - তবে ? এখন এসব চিন্তা করতে নেই , মাই সন্ | 

 - ভালবাসা টা কি অপরাধ ? নাকি কারোর থেকে ভালবাসা আশা করা টা অপরাধ ?

  -না না সোনা ! সে তো তুমি বাড়িতেও পাও|  

  -পাই না তো | কে দেবে ? মা তো নিজেই ভালবাসার খোঁজে অন্যত্র চলে গেছে | আর বাবা আরও খারাপ , কখনও মায়ের বন্ধু মায়া মাসি আবার কখনও অফিসের কলিগ সুপ্তি আন্টি………জঘন্য , কারোর সময় নেই আমায় ভালবাসার | 

   তমালিকা বুঝল সমস্যা টা কোথায় ? একটু উদাস হয়ে গেল | নাহ্ ! ছেলেটি কে বাঁচাতে হবে | 

 -তোমার মায়ের কাছে যাবে ?

  -"না ", দৃঢ় ভাবে বলল অনি |

  -ঐ মহিলার তো আমায় লাগবে না ম্যাম | তাই তো আমায় ফেলে চলে গেলেন | 

  - কিন্তু এ ভাবে………তমালিকা অসহায় ভাবে বলল | 

  - আচ্ছা ম্যাম আমি স্মার্ট নই কেন ? অহনা খুব স্মার্ট আর সুন্দরী তাই আমায় পছন্দ করে না | 

  - তুমি তোমার মত করে বড় হও | সুন্দর রূপে নয় , মনে হও | 

  - ওরা যে আমায় নিয়ে মজা করে | 

  - করবে না আর , কাল আমি ব্যবস্থা নেব | কিন্তু অনি তোমায় ও কথা দিতে হবে সব ভুলে পড়াশুনায় মন দেবে | অনেক বড় হতে হবে যে তোমায় | 

    কিছু বলল না অনি | শুধু তাকিয়ে রইল দূরের দিকে |

    বিকেল প্রায় শেষ হয়ে আসছে | সূর্য্যের মৃদু আলো এসে অনির গালে লেগেছে | অনিকে দেখে হঠাত্ করে তমালিকার মন টা খারাপ হয়ে গেল | কিছুটা সময় দুজনেই উদাস হয়ে বসে রইল | 

   একটা সময় অনি উঠে দাঁড়ালো | পিছন ফিরে তমালিকা কে বলল "লেখাপড়া টা আমি করবো , কারণ ওটা আমার মুক্তির উপায় | আর বড় তো আমি সেদিনই হয়ে গেছি , যেদিন আমায় ছেড়ে মা চলে গেল সুকুমার আঙ্কেলের সাথে |" 

   অনি আস্তে আস্তে স্কুল থেকে বেরিয়ে গেল | 

   তমালিকা সেদিকে তাকিয়ে দেখল ছেলেটির ভাগের ঘর শূন্য হয়ে রইল | তমালিকার নিজেকে অসহায় লাগল | সে নিজে বিয়ে না করলেও বোঝে যে বাচ্চার জন্ম দেওয়ার থেকেও মানুষ করার কষ্ট অনেক বেশি | যেটা অনেক বাবা মা করে না| যে সব বাবা মা নিজের সুখ খোঁজার জন্য সন্তানকে অবহেলা করে তাদের সন্তান ও মা বাবার প্রোটো টাইপ হয় | সন্তান ভবিষ্যতে না দেখলে আমরা স্বার্থপর বলি অথচ আমরা নিজেদের ভুল ত্রুটি গুলো বিশ্লেষণ করি না | 

     তমালিকাও আস্তে আস্তে বেরিয়ে এলো স্কুল থেকে | দূরে দেখতে পাওয়া যাচ্ছে অনি হাঁটছে | তমালিকা সেদিকে তাকিয়ে দেখল কই অনিকে তো আনস্মার্ট লাগছে না | ঐ তো সোজা হয়ে ঋজু ভঙ্গীতে হেঁটে যাচ্ছে অনি | দূর থেকেই তমালিকা আশীর্বাদ করল অনি অনেক বড় হও , আরও অনেক বড় | 

      তারপর বলল অনি তোমার কোন অতীত নেই , সব ভুলে যাও | শুধু আছে একটা উজ্জ্বল ভবিষ্যত্ ,সেদিকে তাকিয়ে থাকো | আমি তোমায় সাহায্য করে যাবো |


Rate this content
Log in

Similar bengali story from Drama