আমাদের এতো কথা
আমাদের এতো কথা
আমাদের এতো কথা নিঃশব্দে কখন বিদায় নিয়েছে বুঝতে পারিনি ,
সহস্র কথার ভীড়ে শেষ বাক্যটিও মনে নেই।
কোনো সিগন্যাল ছাড়াই যাত্রী বাহী ট্রেনের থেমে যাওয়া ঘটনার মতো,
অসংখ্য অসমাপ্তি কথা রেখে তুমি চলে গেলে।
আমি ভেবেছি যান্ত্রিক ত্রুটি মেরামত হলে পুনরায় রেল সচল হবে,
তুমি ও হয়ত সেই ট্রেনেই ফিরবে আমাদের ভাবনা নিয়ে।
তুমি হেয়ালি মনে ইতিকথার ইতি টানোনি অথচ আমি ভেবেনিয়েছি এটি ধারাবাহিক অপেক্ষা।
তুমি ফিরবে - একটি চলমান প্রত্যাশা।
