একটি একটি মেয়ে
একটি একটি মেয়ে
ছেলে... এই কি করছে?
মেয়ে .... ভাবছি!!!
ছেলে.... কি?
মেয়ে.... অজানা কিছু নিয়ে!!!
ছেলে.... কাকে নিয়ে এত ভাবনা?
মেয়ে.... আছে একজন!!!
ছেলে.... আমাকেও বলবেনা?
মেয়ে.... না!!!
ছেলে.... কেন?
মেয়ে.... আমার ইচ্ছা তাই!!!
ছেলে.... আমি কি তোমার পর?
মেয়ে.... হুমমমম!!!
ছেলে.... মানে কি?
মেয়ে.... যা বললে তাই!!!
ছেলে.... ওহহহ আচ্ছা রাখি!!!
মেয়ে.... কোথায় যাবে?
ছেলে.... বউ খুঁজতে!!!
মেয়ে.... এই তুই বিয়ে করলি কবে?
ছেলে.... যেদিন বিয়ের বয়স হয়েছে!!!
মেয়ে.... আমাকে বললিনা কেন?
ছেলে.... যে পর তাকে কিভাবে বলবো?
মেয়ে.... সত্যি কি তুই আমার পর?
ছেলে.... তা নয়তো কি তোর বর?
মেয়ে.... ইসসসস শখ কত!!!
ছেলে.... কেনরে?
মেয়ে.... তুই আমার বর হতে যাবি কেন?
ছেলে.... ভালোবাসব তাই বউ বানাতে চাই!!!
মেয়ে.... আমি চাইনা!!!
ছেলে.... কেন?
মেয়ে.... তুই পঁচা তাই!!!
ছেলে.... কি বললি?
মেয়ে.... যা লিখছি তাই!!!
ছেলে.... তাহলে কি আজ থেকে আমি মুক্ত?
মেয়ে.... হুমমমম... তবে অন্যকারো আকাশে নয় আমার আকাশে!!!
ছেলে.... তোর আকাশ আমার দরকার নেই!!!
মেয়ে.... কেন ? আমি আবার কি করলাম?
ছেলে.... তুই আমাকে ভালোবাসিস না তাই!!!
মেয়ে.... আচ্ছা শুভরাত্রি
ছেলে.... এত তাড়াতাড়ি?
মেয়ে.... হুমমমমম....
ছেলে.... রাগ করলি?
মেয়ে.... না!!!
ছেলে.... তাহলে চলে যাবি কেন?
মেয়ে.... ভালো লাগছেনা তাই!!!
ছেলে.... পারবি আমার সুর না শুনে ঘুমাতে?
মেয়ে.... পারবো!!!
ছেলে.... তাহলে যা চলে?
মেয়ে.... হুমমম যাচ্ছি!!!
ছেলে.... ছেলে যা কে ধরে রাখছে তোকে?
মেয়ে.... স্বপ্নের পুরুষ!!!
ছেলে.... এখনও যাসনি?
মেয়ে.... আমি যাই আর থাকি তাতে তোর কি?
ছেলে....অনেককিছু!!!
মেয়ে... মানে কি?
ছেলে...এইযে তুই অনলাইনে থাকবি আর অন্য ছেলের সাথে গল্প করবি এতে আমার খুব কষ্ট হবে তাই!!!
মেয়ে.... খুব ভালোবাসিস তাইনা?
ছেলে.... হুমমম!!!
মেয়ে....তাহলে এত ঝগড়া করিস কেন?
ছেলে.... ভাল্লাগে তাই আর তারচেয়ে আরও বেশি ভাল্লাগে
যখন তুই আদর করে রাগ ভাঙ্গাতে আসিস!!!
মেয়ে.... সারাজীবন পারবিতো বুকের মাঝে ধরে রাখতে?
ছেলে.... না!!!
মেয়ে.... কেন?
ছেলে....আমি তোকে আমার বুকে নয়...আমি তাই তুই আমাকে তোর বুকে ধরে রাখবি...
যেখানে চোখ মেলতে আমি যেন তোর দেখা পাই!!!
কি রাখবিতো,,,,???
তাহলে কথা দে!!!!
মেয়ে.... কথা দিলাম আজ থেকে তুই আমার আমি তোর
ভালোবেসে থাকবো দুজন দুজনার হয়ে...
ছেলে.... আমিও কথা দিলাম তোকে....থাকবি তুই সেখানে
যেখান থেকে বেরিয়ে গেলে থাকবেনা প্রাণ আর এ দেহে!!!
বেঁচে থাকুক এমন হাজারো ভালোবাসা....
সমাপ্ত..।
