STORYMIRROR

Rima Goswami

Romance Tragedy

3  

Rima Goswami

Romance Tragedy

আবর্জনা

আবর্জনা

2 mins
170

বনেদী বাড়ির ছেলে হয়ে রাজনারায়ন এক বাইজি বাড়ির মেয়ে চম্পা কে বিয়ে করায় বাড়ির কর্তা ও রাজনারায়নের পিতা কৃষ্ণনারায়ন তাকে ত্যাজ্যপুত্র করেন । জন্ম ইস্তক বিলাসবহুল জীবনে অভ্যস্থ রাজনারায়ণ গ্রাম ছেড়ে কলিকাতার শিবপুরে এক মাথা গোঁজার ঠাঁই কোন মতে জোগাড় করতে পারে । চম্পার প্রতি প্রেমভাব তার অভাবের জীবনেও সুখের আবেশ ছিল । পান্তা ভাতের সঙ্গে পিঁয়াজ যা ওদের বাড়ির কাজের লোকগুলিও মুখে দিত না তাই তৃপ্তির সাথে খেয়ে রীতিমতো ঢেকুর তুলত রাজনারায়ন ।


কলেজের মাস্টারি করে চম্পার সাথে বেশ ভালোই চলছিল সংসার তরী । তবে সবদিন কি একরকম যায় , রাজনারায়নের ও গেল না । ভাড়াটিয়া বাড়ির মালিক হেদু বাবুর নজর ছিল চম্পার উপর , সেবার মাখুলগঞ্জে বেড়াতে গিয়ে যখন বন্ধুদের সঙ্গে বাইজি বাড়ি গিয়েছিল হেদু বাবু তখনই ওই ডাগর চম্পাকে ওখানে দেখেন । রাজনারায়ন কে দেখেই হেদু বাবু বুঝতে পারে জাত বংশের ছেলে পিরিতির জ্বালায় জ্বলে সে চম্পাকে নিয়ে এখানে এসে উঠেছে । একা ঘরে চম্পাকে পেয়ে হেদু বাবু ঝাঁপিয়ে পড়ে ওর উপর । লুন্ঠিত হয় এক স্ত্রীর সন্মান কারণ সে যে বাইজির মেয়ে ! অপমান সহ্য করতে না পেরে ঘরের মধ্যে করি কাঠে ফাঁস লাগিয়ে নেয় চম্পা । এদিকে মাইনে পেয়ে রাজনারায়ন ফিরে আসে তার পরিনিতার কাছে সাথে নিয়ে নতুন শাড়ি , আলতা , সিঁদুর । চম্পাকে করি বরগাতে ঝুলতে দেখে সম্বিৎ হারিয়ে ফেলে সে । মানসিক স্থিতি হারিয়ে পথে পথে ঘুরে বেড়ায় রাজনারায়ন । দীর্ঘ সময় পার করে পৃথিবী গোল তাই ফিরে আসে নিজের পিতৃভূমি মাখুলগঞ্জে । দীর্ঘ অনাহার , মানসিক স্থিতি হারানো সব নিয়ে শরীর ভেঙ্গে পড়েছিল তার । গ্রামে অবস্থিত গাজন তলায় এসে বসা মাত্র তার প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যায় । সকালে লোকে তাকে দেখে চিনতে পারে ও তার পিতা কৃষ্ণনারায়নকে খবর দেওয়া হলে তিনি জানান যে গাজন তলায় মরে পরে আছে সে তার পুত্র রাজনারায়ন নয় কারণ তাকে তিনি ত্যাজ্য করেছেন , এ তার পরিবারের কলঙ্কর বিষ যার দিকে তিনি ঘুরে দেখাটা শ্রেয় মনে করেন না । এক থলি মুদ্রা লেঠেল দের দিয়ে তিনি বলেন ডোম দিয়ে যেন ওই আবর্জনার সৎকার করা হয় । গাজন আসতে যে বেশি দেরি নেই মন্দিরের আবার শুদ্ধি করাতে হবে ।


Rate this content
Log in

Similar bengali story from Romance