আবিরে রাঙানো পথে
আবিরে রাঙানো পথে


কি রঙ ছড়ালে আকাশ?
সিঁদুর রঙ।
আ! কি যে কর? জানো না লাল রঙ আমার সহ্য হয় না?
কিন্তু এ রঙ তো প্রেমের, তুমি প্রেম ভালবাস...
তা বাসি, তাই তো ছুটে ছুটে বারবার কাছে আসি। তোমার নীলে হারিয়ে যেতে চাই...
এই যে নদী...! নীল কেন বলো? নীল তো সমুদ্রও...
সে তো সবুজাভ নীল আর তুমি আকাশি...
তবুও তো নীল...
কেন হিংসে হয় বুঝি...?
হয় বৈকি। তুমি সাগরনীলে মিশে গেলে তোমাকে আর যে খুঁজে পাব না...
পেলাম কোথায় তাকে? তবুও...খুঁজছি তাকে জানো...
কেন খোঁজো তাকে? কেন চাও তাকে? মনের আয়নায় যখন শুধু আমাকেই দেখতে পাও।
তুমিই যে প্রতিচ্ছবি হয়ে আসো...
সত্যি বলো তো তুমি আমায় ভালবাস?
বাসি তো। তা নাহলে কি করে চলেছি তোমার সঙ্গে সেই কোন অনন্ত কাল থেকে...?
তবুও আমাদের মিলন কেন হয় না?
আমাদের যে মিলতে নেই৷
কেন? কেন? বলতে পারো?
তাহলে ঐ সবুজ পাখী ডানা মেলে উড়বে কোথায়? মিটিমিটি তারার দল ফুটবে কোথায়? জোৎস্না মেঘের সঙ্গে লুকোচুরি খেলবে কোথায়? রাতের শেষে ভোর হলে বীর বিক্রমে সূর্য্য উঠবে কোথায়?
রবির কথা নাই ব
া বললে? সে আমার আকাশী রঙ ঢেকে দিয়ে যায়।
তবুও তো বৃষ্টি শেষে রামধনুর রং ছড়িয়ে দিয়ে যায়...
তুমি ওকে বড্ডো ভালবাসো...
ওর কিরণ-ছটা গায়ে মেখে শারণ্যপ্রভা হই যে!
এত প্রেম!? তীব্র দহন জ্বালাও বুঝি সহ্য করা যায়!
অসহ্য সে জ্বলন। কিন্তু সে কষ্ট দূরে চলে যায় গোধূলি লগনে আবার তুমি যখন নীল সামিয়ানার ছায়া নিয়ে আসো।
তবুও আমি পর হলাম? বলো?
তুমি সখা, আপনার চেয়ে আপন৷আর সে নিত্যদিনের প্রেম,এসে চলে যায়...
আর সাগর?
সে অনিশ্চিত ভবিষ্যৎ,রঙটা বড়ো ফ্যাকাসে...
তবে আমার সিঁদুর রঙ তুমি নাও...
নেব তো। একটু প্রতীক্ষা করো। ক্লান্ত সূর্য্য অস্তাচলে যাক। পাখীরা সব বাসায় ফিরুক। তখন তুমি গেরুয়া রঙ ধারণ করবে আর সেই রঙ চাদর করে আমার গায়ে জড়িয়ে দিও।
ভালবাসো কমলা রঙ? তাই না?
খুব। বড়ো স্নিগ্ধ, শান্ত সে রঙের স্পর্শ। জীবনের যত গ্লানি মুছে দিয়ে যায়।
তবে এসো,এই রঙেই আবির খেলি দুজনে৷এই রঙেই ভরিয়ে দিই আমাদের পথখানি...
এসো বন্ধু,ক্লান্তিহীন চলার পথে এইটুকু প্রেমই যে অবলম্বন,আমার - তোমার...।
#মূল্যবান প্রেম#