Sipra Debnath

Abstract

2  

Sipra Debnath

Abstract

২৯.০৬.২০২১

২৯.০৬.২০২১

1 min
126


কয়েকদিন ধরে কাজের খুব চাপ ছিল। আজকেও অনেক লিখা করতে হয়েছে। বলতে‌ পারি ক্লান্তি ঘিরে ধরেছে। কয়েকদিন রেস্টের দরকার। লকডাউনে ঘরে থাকতে থাকতে হয়তো একটা একঘেয়েমি জন্মেছে। চেঞ্জের প্রয়োজন। সারাদিনের খাটাখাটুনির পাশাপাশি লেখা। একটি একক কাব্যগ্রন্থ 'দুঃসময়'

এর পাণ্ডুলিপি জমা দিয়েছি গত কাল। এই বইটি করার কোন প্লান ছিল না। হঠাৎ করেেই আধঘন্টার

মধ্যেই সিদ্ধান্ত। সন্দ্বীপদার সাথে কথা হল। কর্পোরেট পাবলিসিটির কর্ণধার। সেখানেই স্বভিমান উপন্যাসটি পাবলিশ করতে দেওয়া হয়েছে। এর আগে আমার একক কাব্যগ্রন্থ বোধোদয়়় এবং

এলোমেলো ভাবনা এই দুটোই কর্পোরেট পাবলিসিটি থেকেে হয়েছে। এই দুদিন রাজুদার সাথে আর কোন কথাা হয়নিি। আজ সকালে  স্যারের ফোন আসেনি। বিকেল বেলা মেসেজ পেলাম উনি মালদায় গিয়েছেন অফিসের কাজে। 

 কিছুক্ষণ আগেই ডিনার শেষ করলাম। এবার 

শুয়ে পড়তে হবে।



Rate this content
Log in

Similar bengali story from Abstract