Sipra Debnath

Abstract Inspirational

3  

Sipra Debnath

Abstract Inspirational

25.06.2021

25.06.2021

1 min
245


"স্বভিমান"গতকাল শেষ হয়েছে। খুব চাপে ছিলাম। প্রুফ চেক করছি। আশাকরি আগামীকাল শেষ হয়ে যাবে। মাথাটা কিছুটা হালকা হবে। তবুও উপন্যাসটি প্রিন্টআউট না হওয়া পর্যন্ত একটা চিন্তা থেকেই যাবে। স্টরি মিররে ধারাবাহিক হিসেবে দেওয়ার ইচ্ছা আছে। পাঠ প্রতিক্রিয়া পাবো আশা করি। স্যার যোগাযোগ করছেন। ওনার ও খুব চাপের কাজ। বর্তমানে বীরভূমের ডি এম র দায়িত্ব সামলাচ্ছেন

যতদিন না নতুন ডি এম আসেন। তারপর আবার ইউনিভার্সিটি তে ফিরে যাবেন নিজের পোস্টে। সেখানে হেড অফ দা ডিপার্টমেন্ট অফ এডুকেশন তথা হেড অফ দা ডিপার্টমেন্ট অফ ইংলিশ এবং রেক্টর হিসেবে আছেন।


কথা বলছেন সেটাই অনেক বড় আমার কাছে। ওনার সাথে আমার একটা রিসার্চের কথা আছে। কম্পারেটিভ স্টাডি অন আদার কনটেম্পোরারি ল্যাঙ্গুয়েজ উইদ ইংলিশ লিটারেচার। লকডাউন সব মাটিি করে দিয়়েছেে।

আদৌ এটা সম্ভব হবে কিনা জানিনা। আজ কথা হয়নি । সারাদিন প্রচুর পরিশ্রম হোয়েছে। প্রচন্ড গরম।

খুব ক্লান্ত লাগছে। এখনো অনেক রাত করে কাজ করতেেে হবেে।

  শারদীয়ার মিটিং হল আজ। সম্পাদনা খুব কঠিন কাজ। এটা একটা বড়় চ্যালেঞ্জ। প্রায় দুশ জন লেখক লেখিকার লেখা নিয়ে  পত্রিকা হতে চলেছে। লেখা রিসিভ করা, প্রাপ্তি সংবাদ দেওয়া

পেমেন্ট একসেপ্ট করা বিভিন্ন বিভাগে সামলে ওঠা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। কিন্তু করতে হয়।

আশা করা যায় একটিি জমকালো জমজমাট অনুষ্ঠান করতে পারব সবাই কে নিয়ে।

যা হবে ভালোই হবে এই ভাবনা নিয়েই এগোচ্ছ ।



Rate this content
Log in

Similar bengali story from Abstract