যথাযথ
যথাযথ


এ সংগতি
নজরবন্দী বুক ভর্তি নদী
ছায়াবহুল গাছের পাতা একমুঠো ভোর
কোলে দিয়ে বলে যায় অবাধ্য নারী সদ্য পরিণীতা
ঘর-সংসার না শিখলে লেখা যায়না ভালোবাসার কবিতা ।
আমি ভেবে উঠতে পারছিনা নিজেকে বিশ্বাস করতে পারছিনা
দু’চোখে ঘুম আসতে চায়না নিজের যত্ন নিতে ইচ্ছে করেনা
নোনতা মিষ্টান্নর সঙ্গে নিবিড় বন্ধন অথচ ঠোঁটে স্বাদ লাগেনা।
শরীরে পাগলপারা একটানা জ্বর
ভালোবাসার বর্ণমালা ঘর প্রান্তর
স্বস্তির নিশ্বাস ধরে
আমি কবিতার মধ্যে ডুবে আছি
আর একটু একটু করে ধ্বংসের অতলে চলে যাচ্ছি।