STORYMIRROR

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Tragedy

4  

Shyamasree (শ্যামশ্রী)

Abstract Tragedy

যোনির গন্ধ

যোনির গন্ধ

1 min
435


স্টেশনে যেতে আসতে দেখেছ তাকে?

কিংবা পথের মোড়ে?

না দেখো নি!!!

কিন্তু দেখা উচিত ছিল।

কিংবা হয়তো দেখেছ,এখন ঠিক মনে কর‍তে পারছোনা-

বা মনে করতে চাইছো না।

আহা রাগ করোনা, এমনি বলছি।

আচ্ছা শুনো যেটা বলছিলেম,

সে আবারও মা হয়েছে -

এই নিয়ে তিন তিনবার।

প্রত্যেকবারই তার সন্তানরা চুরি হয়ে যায়-

এবার চুরি হয়নি।

কারণটা কি? ঠিক জানিনা, তবে আন্দাজ করতে পারি,

আরে আগের দুটি বারের মতো এবার যে পুত্র নয়, কন্যার জন্ম দিয়েছে সে।

সে যাইহোক এখন তারা ভালো আছে।

ও এখনো বোঝেন নি আমি কার কথা বলছি?

আচ্ছা বলেই দিচ্ছি কে সে,

সে আর কেউ স্টেশনের পাগলীটা, যাকে যেতে আসতে উত্ত্যক্ত করা আমাদের কাজ।

এমা ওর কথা শুনে নাক সিটকাচ্ছেন বুঝি-

তা তো করবেনই, সবার সম্মুখে এটা তো করতেই হবে,

কারণ সে একজন বাস্তবতা হারানো মাথা খারাপ পাগলী,

যাদের দেখে দিবালোকে মুখ ফিরিয়ে চলে যাই,

কিন্তু রাতের আঁধারে ওর যোনির গন্ধ ছাপিয়ে যায় শরীরের দুর্গন্ধকে।

তাই আজ রাস্তার পাশে পড়ে থাকা পাগলীটাও মা হয়, একবার নয় বারবার,

আর হতেই থাকবে, যতদিন ওর শরীরের দুর্গন্ধ যোনির গন্ধকে ছাপিয়ে না যাবে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract