যে পথে যারা যেতে চাই
যে পথে যারা যেতে চাই


যে পথে যারা যেতে চাই
সেই পথে তাদের যেতে দাও
অযথা দূরের লণ্ঠন দেখিয়ে
যাত্রাপথে দাঁড়ি-কমা দিও না।
দেখা হতে পারে সহসা প্রেতপুরীতে
অথবা খরগোশ চড়ে যাওয়া
সবুজ প্রান্তরে , চোখের পিছনে
অমাবস্যা নাকি পূর্ণিমা
সে অদৃষ্টই জানে।
আপাতত হাতে আছে
কড়ি গুনে বলে দেওয়া নিছক
কিছু সময় , ছাইপাঁশ দ্বিধা
সব সরিয়ে রাখো - যারা যে পথে
যেতে চাই তাদের আশীর্বাদ করো।