শূন্য
শূন্য
শূন্য থেকে শুরু
ফের শূন্যতে শেষ
মাঝখানে ভালোবাসা-ভালোলাগা
ঘৃণা-লজ্জা, উত্থান-পতন
জয়-পরাজয়
প্রতিরাতে ঘরে ফেরা
হাঁটুর নীচে মাথা নত মন
দুই বিন্দুর মাঝে
ক্রমশঃ বাসপায়িত সময়
কাটা কাটা শরীর মনে
অজস্র নিস্পৃহ উজ্জ্বল অপ্রাপ্তি
সাজানো বিছানায় মাথা
রাখলেই জ্বলে পুড়ে তাদের মুক্তি
দুয়ারে শূন্য এসে দাঁড়ালে
সেটাই একমাত্র প্রাপ্তি ।