Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

sandipan ghosh

Abstract Others

2  

sandipan ghosh

Abstract Others

আসলে সংজ্ঞা বলে কিছু হয় না

আসলে সংজ্ঞা বলে কিছু হয় না

1 min
292


মনে-প্রাণে অজ্ঞানে-অগোচরে 

দুহাতে চেপে ধরে 

বুকের মাঝখানে শেষ করে ফেলছি 

তোর বুনে যাওয়া নরম ঘরগুলো এক এক করে ,

নদীও সঙ্গ দিচ্ছে,বর্ষায় পাড় ভাঙছে 

কালকের বাড়িঘর জলে মিশে নতুন মাটি তৈরী হচ্ছে ;

থামাতে জীবন নেই , চলাতে মৃত্যু নেই 

চারদিকে ঘিরে আছে একরাশ বৈপরীত্য

নিয়তি হেসে বলে তোরা এসবেরই ভৃত্য |

সেদিনের ছেলেবেলা নরম আঙুলে দিয়েছিলো কিছু অক্ষর 

আজকের কলম তাই দিয়ে 

প্রতিনিয়ত বানাচ্ছে কিসব যুক্তাক্ষর ,

তুইও লিখেছিলিস তোর মতো করে 

যেখানে জলপাখি নিজেকে মাছরাঙা ভাবে ,

অথচ আমার গল্পেরা চিরকাল সাধারণ , তারা আরাম খোঁজে 

বইয়ের খাঁজে লুকোনো পালকের মাঝে |

আসলে সংজ্ঞা বলে কিছু হয় না 

তাই তাকে বৃথা খুঁজে ফিরি না ;

আমার ধমনীতে অনবরত তাঁর রক্তের স্রোত 

শিরা-উপশিরারা বাঁকে বাঁকে করে তারই খোঁজ 

পথিকের ভুলপথে এই ভবঘুরের আগমন 

মনের মাঝে মাঝে সিগারেটের টুকরো ফেলে 

তার যথার্থ পলায়ন |



Rate this content
Log in

More bengali poem from sandipan ghosh

Similar bengali poem from Abstract