পরিযায়ী
পরিযায়ী


শুনছি পরিযায়ী নাকি ছদ্মনাম
তা ডানার বদলে দ্বিপদ কেন
আসলে গনতন্ত্রে রক্ত লাগে
আর তারাই তা দিয়ে থাকে
কখনো বা রেললাইনে
কখনো আবার রাজপথে
লাল বড়ই তুচ্ছ রঙ যদি না
তোমার শরীর থেকে ঝরে
রুটির টুকরো ছড়ানো থাক
অভুক্তরা ফিরছে যে সব দলবেঁধে !