নিভৃত কোণ
নিভৃত কোণ


একটা নিভৃত কোণ চাই
এই একদম ভিতর মাঝে
যেখানে থাকবে একটা
কুন্ডলি পাকানো আমি
তোমাদের আসা যাওয়া
তারাদের খসে পড়া
শরীর-মনের নিত্য
আড়ি-ভাবের খেলা
তবে সবকিছু শেষে
যেন আমায় ছুঁয়ে থাকে জীবন |
একটা নিভৃত কোণ চাই
এই একদম ভিতর মাঝে
যেখানে থাকবে একটা
কুন্ডলি পাকানো আমি
তোমাদের আসা যাওয়া
তারাদের খসে পড়া
শরীর-মনের নিত্য
আড়ি-ভাবের খেলা
তবে সবকিছু শেষে
যেন আমায় ছুঁয়ে থাকে জীবন |