আমি বলি , দৃষ্টি নামাও
আমি বলি , দৃষ্টি নামাও
চেয়ে দেখো আকাশে
চারপাশ ঘেরা আমাদের,আগুনের পরিখা দিয়ে
পড়ি-মরি এই রোজকার জীবন
ভীড় ঠেলে এগোনোই একমাত্র সম্মোহন
অনেকদিন ধরেই অভ্যাস কিনে চলেছো
ভিতরের দরোজার চাবি সেই কবে
হারিয়ে ফেলেছো
হারলে দুঃখ-শোক , জিতলে বিলাসের গল্প হোক
সেই শেষ বেলা অনেক দেরি
আপাতত শুধু ভোগ !
নির্বাক চোখ , চেয়ে থাকে ফ্যালফেলে দৃষ্টি
আর তোমাদের আধুনিক যতসব শৌখীন সৃষ্টি
ছুঁয়ে দেখো হাতের নরম
ঠিক যেন গরম মোমের ঠান্ডা আস্তরণ
আদতে প্রশান্তি চেয়েছে অনুভূতিগুলো
কারণ তোমার দৃষ্টি এড়িয়ে গিয়েছে
শহরচলতি হাঁটুর নিচের দৃশ্যগুলো ,
গেলো-রাতে মৃত্যুভ্রমণ ,আধপেটা কিছু প্রাণীর মরণ
সুখের চুমুকে তোমার সকালের আগমন ,
এতকিছুর পরও যদি বলো, গভীর ঘুম স্বপ্ন দেয় না
আমি বলি , দৃষ্টি নামাও
এই শহরেই খুঁজে পাবে অনেক স্বপ্নের জরিমানা
যেখানে ঘুমকেও মানা হয় সাময়িক মৃত্যু পরোয়ানা !