যদি পায়ে পায়েই
যদি পায়ে পায়েই


যদি পায়ে পায়েই এই পথ চলা যায় ,
তাতে মন্দ কী , কার কী আসে যায় ?
যদি চোখে চোখেই এই দিন কেটে যায় ,
তবে কাটতে দাও এমনই সময় ।
তুমি অলি হয়ে যদি তোলো গুঞ্জন ,
তবে মনের কলিতেই ওঠে স্পন্দন ;
এভাবেই আমারই সাথে থেকো ,
এভাবেই আমারই সাথে চলো ।
আমার ইছামতিতে নৌকো ভাসাও ,
এভাবেই আমারই সাথে চলো ।
সব তুফান সরিয়ে ছুটে আসো ,
শুধু আমার কথাই তুমি বলে চলো ;
এভাবেই আমারই সাথে থেকো ,
এভাবেই আমারই সাথে চলো ।
আমার ইছামতিতে নৌকো ভাসাও ,
এভাবেই আমারই সাথে চলো ।
যদিবা অজানা সে পৃষ্ঠা হয় ,
তাকে তো পড়েও বোঝা যায় !
যদিবা বই সে ধুলোমাখা হয় ,
তাকে তো ঝেড়েমুছে কাছে রাখা যায় ।
রুক্ষ আমার এই বুকেতে
যদি পরশ তোমার বৃষ্টি আনে ।
আমি আগামীর খুশিতে রেখেছি তোমায় ,
প্রতি আঁধার খাদে খুঁজে পেয়েছি তোমায় ;
যদি পতঙ্গ হয়ে জ্বলি আগুনে তোমার
তখন ছাই ছাড়া কি থাকবে বলো...
এভাবেই আমারই সাথে থেকো ,
এভাবেই আমারই সাথে চলো ।
আমার ইছামতিতে নৌকো ভাসাও ,
এভাবেই আমারই সাথে চলো ।
যদি পারো এই আশাতে আমার ,
বাসা তুমি বেঁধে নাও ।
যদি সুরেতে সুর মিলিয়ে পারলে
জীবনের গান গেয়ে নাও ।
কিছু খেদ যদি থাকে তোমার ,
আমার আদরে ভুলিয়ে নাও ;
মিছে হাওয়ার সাথে কেন বিলাপ করো ?
কেন শূন্যে আমাকে খুঁজে মরো ?
পাশে থেকেও আমাকে তুমি
বারেবার কেন যে দূরে ঠেলো ...?
এভাবেই আমারই সাথে থেকো ,
এভাবেই আমারই সাথে চলো ।
আমার ইছামতিতে নৌকো ভাসাও ,
এভাবেই আমারই সাথে চলো ।