যাযাবর
যাযাবর


ক্লান্তিহীন রাত্রির, পায়ে পা মিলিয়ে,
আমি হেঁটেছি, এই শহরের হৃদয় জুড়ে।
ঠিকানা ছিল যা, আজ গেছে তা হারিয়ে,
তাই বেঁধেছি ঘর আমি, সুদূর নিরুত্তরে।
ধুলো মাখা কঙ্কাল এক, যক্ষ হয়ে একা,
যেখানে সময়ের প্রহরায়, ভুলেছে প্রহর,
সেখানে, তোমার মায়াবী চোখে আঁকা,
স্বপ্ন, বাঁচিয়ে রেখেছে আমায় নিরন্তর।
এক ঠিকানা ভোলা চিঠি, ঝোড়ো বাতাসে ভেসে,
তাড়িয়ে বেড়ায় আমায়, নিয়ে প্রশ্ন হাজার ।
ভবগুরে হয়ে তাই, আমি পথই বাঁচি শেষে ,
সময়ের বলিরেখা যেখানে,আমায় নিরন্তর।