STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

যা আছে তা থাক

যা আছে তা থাক

1 min
251

যা আছে তা থাক

মানিক চন্দ্র গোস্বামী


সবুজ বনানী, পাতার হিল্লোল;

মৃদু সমীরণ, শাঁখে শাঁখে দোল।

পাখির কুজন, ফুলের নাচন;

সোনালী রোদ, স্নিগ্ধ অবগাহন।

দিগন্ত ছোঁয়া হরিৎ বরণ মাঠ,

কুলকুল নদী, সামনে বাঁধানো ঘাট।

মেঠো পথ, মাটির বুকে চলা;

লজ্জায় রাঙা, গাঁয়ের লাজুক বালা।

ধানের শীষ বাতাস আলিঙ্গনে,

চুপি চুপি বার্তাখানি শোনে।

সাঁঝের গোধূলি মেখে গাভীর ধেয়ানে ফেরা,

রাতের আকাশে হাসি, বিলোয় আঁধারে তারা।

পায়ের নিচের তৃণ, দৃষ্টি রেখেছে উঁচু;

মনের ইচ্ছে প্রবল, মাথাটি রবে না নিচু।

বেগবান নদী, স্বচ্ছ জলের ধারা;

বর্ষার জলে নেয়ে হৃদয় পাগলপারা।

নদীমাতৃক সবুজ বরণ দেশ,

তুষ্ট মানুষ, মনোভাবে নেই দ্বেষ।

চিরাচরিত ছবি, নিছক কাব্যে গাঁথা নয়;

হারাবে না বাস্তবে, প্রকৃতির হোক জয়। 


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar bengali poem from Abstract