STORYMIRROR

Riya Bhattacharya

Abstract Romance

2  

Riya Bhattacharya

Abstract Romance

উষ্ণতা

উষ্ণতা

1 min
459


থমকে গিয়েছে সময়। 


বোবা হতে হতে


থমকে গিয়েছে মুহূর্তেরা।


জানলার আঁকশির নীচে


বোবাচাঁদখানা ঝুলে আছে;


নির্দয় নির্জীব নিষ্ঠুর। 


কপালের কালো তিলে


থমকে গিয়েছে সময়


অদেখা হতবাক ভবিষ্যতের। 


ঠোঁটের পলক বেয়ে


গড়িয়ে আসা অশ্রুরা


মিতবাক ধীর স্থির।


অদেখা অপরাধী কুয়াশাজল


গড়িয়ে পড়ছে রাজপথে।


অনাদায়ী জ্যোৎস্নার আঘাতে


ফুটে উঠছে শালুকফুল,


নাভিপদ্ম সেঁচে উঠছে


লোভনীয় কস্তুরি গন্ধ।


গভীর কুয়াশার অন্তরালে


 থমকে গিয়েছে সময়,


সেখানে জমছে অন্ধকার


অপসৃত কঠিন রহস্যের।


কিলবিল করছে মুগ্ধতা


গলে আসা স্বেদবারি 


অপেক্ষা করছে ধ্বংসের, 


কালজয়ী উত্তুঙ্গ উষ্ণতায়। 


থমকে গিয়েছে স্বপ্নলোক। 


কবোষ্ণ শরীরের খাঁজে


ঝরনারা ফুটে আছে।


শীৎকৃত চাদরের পরতে 


কবিতা হয়ে আছে 


দগ্ধ চিনার পাতা।


একলক্ষ নাকি অগুণতি ;


সময় ছুটছে.... অন্তিমে।।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract