STORYMIRROR

Raj Nandi

Drama Romance Tragedy

3  

Raj Nandi

Drama Romance Tragedy

উপেক্ষা

উপেক্ষা

1 min
211

উপেক্ষায় উপেক্ষিত হয়ে 

অপেক্ষায় তো মৃত্যুর। 

অনন্ত বিরহ চাই, ভালোবেসে। 

এ সুখের সীমা নেই 

সমস্ত বোধের অন্তিম গ্রাসে। 

আজন্ম না ভোলার প্রতিশ্রুতি 

কি বা দিন কি বা রাত্রি 

মোমবাতি খোঁজো, অন্ধকার হলে ? 

আমি তো অন্ধকারেও 

অনেক অনেক স্বপ্ন দেখি। 

নয় শুধু স্বপ্ন , সে স্বপ্নের,

ক্যানভাসে ছবিও আঁকি। 

চাই না ভুলতে স্মৃতি গুলো 

ধরে রাখি যত্নে সব হৃদয়ে। 

মোমবাতির হয়না প্রয়োজন 

এতো আলো যখন মনে। 

করিনি পাপ, করিনি ছল, বলিনি মিথ্যে,

এতো উপেক্ষা কিসের ?

কে বা করে উপেক্ষা ? 

অপেক্ষাই বা কিসের ?


Rate this content
Log in

Similar bengali poem from Drama