STORYMIRROR

Raj Nandi

Romance Others

3  

Raj Nandi

Romance Others

রক্ত জবা

রক্ত জবা

1 min
838

আমার হৃদপিন্ডে পিন ফোটানো।

রক্তের বন্যায় বিশ্বাস এরই রক্ত জবা ফুটেছে।

তাই নগ্ন পায় হাটতে হাটতে যখন,

ভাবছি অনেক দিনের কথা।

কেউ বার বার বলে যায় বিশ্বাস কে ভাঙো,

অবিশ্বাস এর রক্ত জবা ফোটাও।

তবুও ধরে রেখেছি স্মৃতি গুলো।

সবই যেন দুঃস্বপ্ন , হয় না, হয় না এমন।

হতে পারে না। আমার এক আকাশ জুড়ে ,

এই ভুলের দেওয়াল দাঁড়িয়ে থাকতে পারে না।

ভুল করি নি আমি, তোমায় ভালোবেসে।

আমার বিশ্বাস এর এই রক্ত জবা দিয়ে,

তোমাকেই পুজো করবো নিরন্তর।

যখন তোমার দুচোখে তাকাই শুদ্ধতায় স্নান করি।

মনে হয় তুমি সমুদ্রের চেয়েও সমুদ্র।

তাই তোমার গভীরতা খুঁজতে খুঁজতে তলিয়ে যাচ্ছি।

ধরা দিয়েও , ধরা দাও না কেন ?

কেন আমার এই রক্ত জবা গ্রহণ করছো না।

একবার ভালোবেসে স্বীকার তো কারো।

হয় তো তোমার পছন্দের ফুল ফোটাতে পারি নি।

এই হৃদয়ের রক্ত দিয়ে যে, রক্ত জবাই ফোটে।

গোলাপ শিউলি চাপা ফুল তো ফুটবে না।

জানি তোমার চূড়ান্ত প্রেমিক হতে গিয়ে,

হারাবার ভয় ভুল করে অনেক কিছু হারিয়েছি।

হারিয়েছি আমার সর্বাঙ্গ, যেখানে তুমি থাকতে।

আজ খুঁজে ফিরি নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমাকে।

গ্রহণ কারো আমার এই রক্ত জবা।

ফিরিয়ে দাও আমার সেই পুরোনো দিন গুলো।


Rate this content
Log in

Similar bengali poem from Romance