STORYMIRROR

Raj Nandi

Drama Romance Classics

3  

Raj Nandi

Drama Romance Classics

স্বর্ণ গোলাপ

স্বর্ণ গোলাপ

1 min
157

তোমার ওই গোলাপ আর চাই নাধুর আর না, বেশি দিন সতেজ থাকে না।কিছু দিন পর শুকিয়ে যাবে ঝরে যাবেআমার গোলাপ চাই , স্বর্ণ গোলাপ।যেটা ঝরবে না রং ফিকে হবে না।তোমার ওই মেকি ভালোবাসা,রাখো তো বাপু , আর চলবে না।কবরের থেকে কুড়িয়ে আনা গোলাপপুনরায় তোমাকে বিক্রি করেছে।সেই গোলাপ আমাকে দিয়ে বলবে,ভালোবাসি চলবে না, চলবে না, চলবে না। আমার জন্য স্বর্ণ গোলাপ নিয়ে এসযেটা বেঁচে থাকবে, সতেজ থাকবে, আমরণ।পাপড়ি তে ও পাতায় পাতায় লেখা থাকতে হবেআমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি,প্রতারণার শিকলে আর বাঁধা পরবো না।আমাকে লুকিয়ে রেখে মুগ্ধ হয়ে বেড়াবে ?না, আর সেটা হবে না, হবে না, হবে না,তোমার ওই গোলাপ আর চাই নাআমার গোলাপ চাই , স্বর্ণ গোলাপ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama