STORYMIRROR

Raj Nandi

Drama Romance Classics

4  

Raj Nandi

Drama Romance Classics

উপহার দিও

উপহার দিও

1 min
394

নক করতে হবে না চলে এস।

তোমার জন্য দরজার বাইরে,

কোনো অনুমতির প্রয়োজন নেই।

তবে ভিতরে আসার আগে

এটা জেনে এস তোমার মানুষ টা

ঠিক কিন্তু তোমার জন্য যেমন ছিল

তেমন ভাবেই ঘরের ভিতরে আছে।

উপেক্ষা অপেক্ষার এতো সিঁড়ি

আমার ঘরের সামনে সাজানো নেই।

নিঃসংকোচে আদরে আবদারে

যেভাবে জড়িয়েছিলে এ ঘরের অন্দরে

আজো ঠিক সেই ভাবে সাজিয়ে রাখা আছে

তোমার সাজসজ্জার আয়না খানি।

তোমার দেওয়া প্রতিশ্রুতির বই গুলো,

রোজ একবার করে পড়ে দেখি।

কিন্তু আমার কি ভুল হয়েছে জানো ?

রেখেছিলাম তোমার দেওয়া গোলাপ

একটা বই এর মাঝে অনেক যত্নে।

সেদিন সেই বই টা পড়তে গিয়ে দেখি

কাঁটায় বিদ্ধ গোলাপের রক্তে বইয়ের পাতা গুলো

আহত ও বিধস্ত মর্মান্তিক ক্ষত হয়েছে।

প্রতিশ্রুতি গুলো আর নেই সব হারিয়ে গেছে

পুনরায় সে প্রতিশ্রুতি ফিরে পাবো কি ?

পারলে সেই বই টা আবার আমাকে উপহার দিও


Rate this content
Log in

Similar bengali poem from Drama